Header Advertisement

Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫০, ৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:৫১, ৮ এপ্রিল ২০২৫

বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রোনালদোর হোটেলে আগুন

রোনালদোর হোটেলে আগুন
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আবারও সংবাদের শিরোনামে, তবে এবার ফুটবল নয়—ব্যবসায়িক খাতে। মরক্কোর মারাকেশ শহরে তার মালিকানাধীন বিলাসবহুল হোটেল ‘পেস্তানা সিআর সেভেন’-এ আগুন লাগার ঘটনা ঘটেছে।

পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’ জানায়, গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় হোটেলে হঠাৎ করেই আগুন লাগে। তবে জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

মরক্কো ভিত্তিক সংবাদমাধ্যম ‘মরক্কো ওয়ার্ল্ড নিউজ’ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনায় অতিথি কিংবা কর্মীদের মধ্যে কেউ হতাহত হননি।

অল্পের জন্য রক্ষা পেলো বিলাসবহুল স্থাপনা

মারাকেশ শহরে অবস্থিত হোটেলটি ২০১৯ সালে চালু করা হয়। রোনালদোর ‘পেস্তানা সিআর সেভেন’ ব্র্যান্ডের আওতায় এটি অন্যতম বিলাসবহুল একটি শাখা। এতে রয়েছে ১৬৮টি কক্ষ, দুটি রেস্তোরাঁ, সুইমিং পুল, জিম ও স্পাসহ আধুনিক সব সুবিধা।

সূত্র জানায়, হোটেলের অভ্যন্তরীন একাংশে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও তদন্ত এখনও চলছে।

রোনালদোর হোটেল ব্র্যান্ড: বিশ্বজুড়ে বিস্তার

ফুটবল মাঠের বাইরেও সফল ক্যারিয়ার গড়েছেন রোনালদো। তার হোটেল চেইন ‘পেস্তানা সিআর সেভেন’ শুরুর পর থেকেই দ্রুত বিস্তার লাভ করে। বর্তমানে পর্তুগালের মাদেইরা, লিসবন ছাড়াও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং স্পেনের মাদ্রিদে রয়েছে এ হোটেলের শাখা।

ব্যবসা প্রসারে নিজের ব্র্যান্ড ইমেজ ব্যবহার করে সফল এ ফুটবল তারকা এর আগে ঘোষণা দিয়েছিলেন, ভবিষ্যতে আরও শহরে হোটেল খোলার পরিকল্পনা রয়েছে তার।

আতঙ্কের পর স্বস্তি

ঘটনার সময় হোটেলে অবস্থান করা এক অতিথি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আচমকা ধোঁয়ার গন্ধ পাওয়া যাচ্ছিলো, কিন্তু দ্রুতই কর্মীরা আমাদের নিরাপদে বের করে আনেন। পরবর্তীতে জানতে পারি, ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আতঙ্কিত হলেও এমন ত্বরিত পদক্ষেপের জন্য হোটেল কর্তৃপক্ষের প্রশংসা করেন অতিথিরা।

রোনালদোর মরক্কোর হোটেলে আগুন লাগার ঘটনা শেষ পর্যন্ত বড় দুর্ঘটনায় রূপ নেয়নি। দ্রুত পদক্ষেপে জান-মালের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলটি যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে আবারও অতিথিদের জন্য খুলে দেয়া হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: