বাংলাদেশ নারী দলের দাপুটে জয়
পাকিস্তানকে ১৬৭ রানে উড়িয়ে ২য় জয় নিগারদের

বিশ্বকাপ বাছাইপর্বের আগে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ‘এ’ নারী দলকে ১৬৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল।
প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান অলআউট হয়ে যায় মাত্র ১০৯ রানে। বাংলাদেশ বোলারদের দাপটে একপ্রকার হুড়মুড়িয়ে পড়ে পাকিস্তানের ইনিংস।
নিগার-জান্নাতুল ঝলকে রানের পাহাড়
ম্যাচের শুরুটা যদিও বাংলাদেশের জন্য আদর্শ ছিলো না। মাত্র ৪৪ রানেই ফিরে যান দুই ওপেনার ইশমা তানজিম (১৯) ও শারমীন আক্তার (১০)। তবে তৃতীয় উইকেটে ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা গড়েন দৃঢ় জুটি। ৮৫ বলে ৫০ করে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন ফারজানা, আর নিগার খেলেন ৭২ বলে ৭০ রানের ঝলমলে ইনিংস।
মাঝপথে ব্যাটিং লাইনআপ হোঁচট খেলেও শেষ দিকে জান্নাতুল ফেরদৌসের ৩৪ বলে অপরাজিত ৪৬ রানের বিস্ফোরক ইনিংসে দুইশ পঁচাত্তরের গণ্ডি পেরিয়ে যায় বাংলাদেশ।
পাকিস্তানের ব্যাটিং ধস
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংস শুরু থেকেই এলোমেলো। দলের কেউই দাঁড়াতে পারেননি বাংলাদেশ বোলারদের সামনে। সর্বোচ্চ ৩২ রান আসে দুয়া মাজিদের ব্যাট থেকে। ২৬ রান করেন উম-ই-হানি। বাকি ব্যাটারদের রানসংখ্যা এক অঙ্কেই থেকে যায়।
বাংলাদেশের হয়ে ৯ জন বোলারকে ব্যবহার করেন অধিনায়ক নিগার। মারুফা, রাবেয়া ও ফাহিমা নেন ২টি করে উইকেট। দারুণ কৃপণ ছিলেন সবাই, পাকিস্তান অলআউট হয় মাত্র ৩৯.১ ওভারে।
প্রস্তুতিতে টানা দ্বিতীয় জয়
এর আগে স্কটল্যান্ড নারী দলকে ৫ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। টানা দ্বিতীয় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের আগে আত্মবিশ্বাসে ভরপুর নিগার বাহিনী।
আগামীকাল (৯ এপ্রিল) শুরু হচ্ছে নারী বিশ্বকাপের বাছাইপর্ব। ৬ দলের এই টুর্নামেন্টে ১৫টি ম্যাচ হবে লাহোরে।
বাংলাদেশের সূচি:
- ১০ এপ্রিল – থাইল্যান্ড
- ১৩ এপ্রিল – আয়ারল্যান্ড
- ১৫ এপ্রিল – স্কটল্যান্ড
- ১৭ এপ্রিল – ওয়েস্ট ইন্ডিজ
- ১৯ এপ্রিল – পাকিস্তান
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ২৭৬ রান
(নিগার ৭০, ফারজানা ৫০, জান্নাতুল ৪৬*, দিলারা ২৯; ওয়াহেদা ৩/৪৮, হানি ৩/৫১)
পাকিস্তান: ৩৯.১ ওভারে ১০৯ রান
(দুয়া ৩২, হানি ২৬; মারুফা ২/৮, রাবেয়া ২/৭, ফাহিমা ২/১১)
ফল: বাংলাদেশ জয়ী ১৬৭ রানে।
সবার দেশ/কেএম