এইচপির স্পিন বোলিং কোচ পাকিস্তানি আরশাদ!

সাবেক পাকিস্তানি স্পিনার আরশাদ খানকে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের (এইচপি) স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী মাসে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার এইচপি দলের । তবে তার আগেই বাংলাদেশ এইচপি দলের কোচিং প্যানেল নতুন করে সাজাতে ব্যস্ত বিসিবি। জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ইতোমধ্যে প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড হেম্প। নিশ্চিত হয়েছে পেস বোলিং কোচ কলি কলিমোরের নামও।
তবে এখনো চুড়ান্ত হয়নি ফিল্ডিং কোচ এবং ব্যাটিং কোচ। কিন্তু এরই মাঝে নতুন ঘোষণা পাকিস্তানের সাবেক স্পিনার আরশাদ খানকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ এইচপি দলের দায়িত্ব নিতে আগামী ২৬ এপ্রিল ঢাকায় আসবেন আরশাদ । বিষয়টি নিশ্চিত করেছেন এইচপির চেয়ারম্যান মাহবুবুল আনাম। তিনি জানান, ২৩ এপ্রিল হেম্পের সঙ্গে আলোচনা করবেন। এরপর পুরো কোচিং প্যানেলের সঙ্গে বসবেন ২৮ এপ্রিল।
সবার দেশ/কেএম