অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ফার্গুসন!

চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলের গেলেন নিউজিল্যান্ড এবং পাঞ্জাব কিংসের তারকা পেসার লকি ফার্গুসন ।
চৌটের কারণে খেলা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর চোট কাটিয়ে ফিরেছেন আইপিএলের চলতি আসরে। তবে চোট যেন তার পিছু ছাড়ে না সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে খেলতে মাঠে মাত্র দুই বল করতে পারেন ফার্গুসন । সেখান থেকে আর মাঠে নামতে পারেনি সে ম্যাচে।
এবার এ তারকা পেসারকে নিয়ে জানা গেলো নতুন দুঃসংবাদ। চোটের কারণে মিস করবেন কোলকাতা নাইট রাইডার্সের সাথে পাঞ্জাবের পরবর্তী ম্যাচ। এছাড়া কতদিন এ তারকা পেসারকে মাঠের বাইরে থাকতে হবে সে বিষয়ে কিছূ জানায়নি পাঞ্জাব কিংসের পেস বোলিং কোচ জেমস হোপস।
হোপস বলেন, ফার্গুসন অনির্দিষ্টকালের জন্য বাইরে চলে গেছেন এবং টুর্নামেন্টের শেষের দিকে তাকে ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম বলেই আমি মনে করি। আমার ধারণা আঘাতটি বেশ গুরুতর।
সবার দেশ/এমকেজে