দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত!

তিন ম্যাচের ওয়ানডে এবং প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছেন ভারত। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুই দলের মধ্যকার সিরিজের সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেললেও কখনো টি-টোয়েন্টি সিরিজ খেলেনি বাংলাদেশ। তবে সব অপেক্ষার পালা শেষে আগামী ১৩ আগস্ট বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিরিজ খেলতে টাইগারদের ডেরায় পা রাখবে আসছে গিল-অভিষেকরা। সঙ্গে খেলবেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজও।
সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচে গড়াবে মিরপুরে (১৭, ২০) এবং শেষ ওয়ানডে গড়াবে চট্টলায় (২৩ আগস্ট)। ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৬ আগস্ট (চট্টগ্রাম)। সিরিজের বাকি দুটি ম্যাচ গড়াবে মিরপুরে (২৯ ও ৩১ আগস্ট)।
সবার দেশ/এমকেজে