Header Advertisement

Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০১:৫৫, ১৭ এপ্রিল ২০২৫

ব্রাজিল নয় পর্তুগালের কোচ হতে পারেন মরিনহো

ব্রাজিল নয় পর্তুগালের কোচ হতে পারেন মরিনহো
ফাইল ছবি

গুঞ্জন উঠলেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নয় বরং পর্তুগালের কোচ হতে যাচ্ছেন হোর্সে মরিনিয়ো। সম্প্রতি মরিনিয়োর উপর পর্তুগিজ ফেডারেশন তীক্ষ্ণ নজর দিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

বর্তমানে তুর্কি ক্লাব ফেনারবাচের দায়িত্ব পালন করছেন মরিনিয়ো। তবে তুরস্কের ক্লাবটির হয়ে ডাগআউটে নিত্য আলোচনায় তিনি। সমলোচনা আর বিপক্ষ প্লেয়ারদের সাথে বাজে ব্যবহার যেন মরিনিয়োর নিত্যসঙ্গী। এইতো কিছুদিন আগে ফিরেছিলেন নিষিদ্ধ শেষে তবে ফিরে আবারো চার ম্যাচের জন্য মাঠের বাইরে চলে গেলেন। তবে সে সড বিতর্কিত ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো।

সম্প্রতি সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, এবারের গ্রীষ্মে পর্তুগালের দায়িত্ব নিতে যাচ্ছেন মরিনিয়ো। এর আগে তিনি ২০১০-১৩ মৌসুম পর্যন্ত রিয়াল মাদ্রিদের ম্যানেজার ছিলেন। সে সময় তার সঙ্গে রোনালদো জুটি ছিল অন্যতম আকর্ষণীয়। আবারও তেমন কিছুরই স্বাক্ষী হতে পারেন ফুটবলভক্তরা।

সবার দেশ/কেএম