Header Advertisement

Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ০১:৩৭, ২৩ এপ্রিল ২০২৫

লরিয়াসের বর্ষসেরা রিয়াল মাদ্রিদ!

লরিয়াসের বর্ষসেরা রিয়াল মাদ্রিদ!
ছবি: সংগৃহীত

ক্রীড়া বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডের বর্ষসেরা ক্লাবের পুরস্কার জিতেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। 

২০০০ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ক্রীড়াবিদদের পুরস্কার দেয়া হয় লরিয়াস স্পোর্টসের পক্ষ থেকে। স্পেনের রাজধানী মাদ্রিদে আয়োজিত হয়েছে এবারের অনুষ্ঠান। গত সোমবার (২১ এপ্রিল) রাতে তারার হাট বসে সেখানে। আর সেইখানে ক্রীড়া জগতে আবদান রাখা সাত ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বিভিন্ন ক্রীড়া ব্যাক্তিত্ব এবং ফুটবল ক্লাব।

সম্প্রতি সময়ে মাঠের পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরেছে দুই লেগেই। খুব একটা ভালো অবস্থানে নেই লা লিগার পয়েন্ট টেবিলেও। টেবিলের দুইয়ে থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে তাদের ব্যবধান চার পয়েন্টের। তবে এতোকিছুর পর ও গত মৌসুমে দারুণ ছিলেন স্প্যানিশ জায়ান্টরা। ইতিহাসে ১৫ তম উয়েফা চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর জিতেছিলো লা লিগা। তাইতো শেষ হওয়া মৌসুমের পারফরম্যান্সে লরিয়াসের স্পোর্টসের বর্ষসেরা ক্লাবের পুরস্কার জিতলেন তারা।

২০০০ সাল থেকে মোট সাত ক্যাটাগরিতে ৭০ দেশের প্রায় ১০০০ সাংবাদিকের ভোটে পুরস্কারের জন্য সেরাদের সেরা নির্বাচিত করেন লরিয়ান স্পোর্টসের সদস্যরা।

সবার দেশ/কেএম