Header Advertisement

Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ২৯ এপ্রিল ২০২৫

আপডেট: ০০:৫৩, ২৯ এপ্রিল ২০২৫

১৪ বছরের বৈভবের সেঞ্চুরি, সব রেকর্ড তছনছ

১৪ বছরের বৈভবের সেঞ্চুরি, সব রেকর্ড তছনছ
ছবি: সংগৃহীত

রাজস্থান রয়েলসের তরুণ ওপেনার সূর্যবংশী বৈভব আইপিএলের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছেন। গুজরাট টাইটান্সের ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে তিনি গড়েছেন সবচেয়ে কম বয়সে আইপিএল সেঞ্চুরির বিশ্বরেকর্ড। 

তার বয়স কাগজে-কলমে ১৪ বছর ৩২ দিন। তবে বয়স নিয়ে বিতর্ক আছে—২০২৩ সালে এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন, সেপ্টেম্বরে তার ১৪তম জন্মদিন হয়েছে। সে হিসেবে বয়স প্রায় ১৫ বছর ৭ মাস। তবু, ১৬ বছরের কম বয়সে এমন কীর্তি বিরল।

এটি বৈভবের মাত্র তৃতীয় আইপিএল ম্যাচ। ৩৫ বলে সেঞ্চুরি করে তিনি আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ক্রিস গেইলের, ৩০ বলে। বৈভব ভেঙেছেন ইউসুফ পাঠানের ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড। তার ইনিংসে ছিল ১১টি ছক্কা ও ৭টি চার। শেষ পর্যন্ত ৩৮ বলে ১০১ রান করে আউট হন তিনি।

ইনিংসের চতুর্থ ওভারে ইশান্ত শর্মার বিপক্ষে বৈভব তিন ছক্কা ও দুই চার মেরে ২৮ রান তুলেন। পরের ওভারে ওয়াশিংটন সুন্দরের তিন বলে দুই ছক্কা ও এক চার হাঁকান। দশম ওভারে করিম জানাতের ৬ বলেই বাউন্ডারি মেরে ৩০ রান আদায় করেন—তিন ছক্কা ও তিন চার। অবশেষে ১১তম ওভারে রশিদ খানকে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন।

বৈভব এর আগেই সবচেয়ে কম বয়সে আইপিএল নিলামে উঠে ও দল পাওয়ার রেকর্ড গড়েন। ১৪ বছর ২৩ দিনে আইপিএল অভিষেকের মাধ্যমে তিনি সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ডও দখলে নেন। এবার সেঞ্চুরির বিশ্বরেকর্ড যোগ করলেন তার নামে।

সবার দেশ/কেএম