মিরাজের গাড়ি আটকে দিলো বিপিএল দর্শকরা
টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভাঙচুর
বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এর টিকিট নিয়ে রোববার (২৯ ডিসেম্বর) দর্শকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছিল। সোমবার (৩০ ডিসেম্বর) বিপিএল শুরুর দিনেই এ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। টিকিট না পাওয়ার কারণে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেট ভেঙে ফেলেন। এর পাশাপাশি, খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও আটকে দেন তারা।
বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) রোববার একটি বিবৃতিতে জানায়, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সংলগ্ন কোনো বুকিং পয়েন্টে টিকিট বিক্রি হবে না। টিকিট পাওয়া যাবে অনলাইনে এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায়। তবে মধুমতি ব্যাংকের শাখাগুলোতে টিকিট না পাওয়ায় দর্শকরা ক্ষুব্ধ হয়ে উঠেন।
বেলা ১১টার দিকে, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে বেশ কিছু দর্শক অবস্থান নেন। হঠাৎ করে তারা ব্যানার এবং ফেস্টুন ভাঙা শুরু করেন এবং পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যায়। এমনকি শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকেও ভাঙচুর চালানো হয় এবং কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন তারা।
এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিপেটা করতে হয়। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। আজকের প্রথম ম্যাচে মাঠে নেমেছে রাজশাহী দুর্বার এবং ফরচুন বরিশাল। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর রাইডার্স মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে।
সবার দেশ/এ্রফএস