Header Advertisement

Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৪, ৩০ ডিসেম্বর ২০২৪

বিপিএল উদ্বোধনী ম্যাচ

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে বরিশালের জয় 

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে বরিশালের জয় 
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর মধ্যে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। রাজশাহী ১৯৮ রানের টার্গেট দিয়ে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১৯৭ রান সংগ্রহ করে। এনামুল হক বিজয় এবং ইয়াসির রাব্বি দুর্দান্ত ব্যাটিং করেন, বিজয় ৫১ বলে ৬৫ রান এবং ইয়াসির ৪৭ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন।

১৯৮ রানের টার্গেট তাড়া করতে গিয়ে শুরুতেই চাপে পড়ে ফরচুন বরিশাল । ৫১ রানে ৪ উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফের সাহসী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায়। মাহমুদউল্লাহ ২৬ বলে ৫৬ রান এবং ফাহিম ২১ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। তাদের আগ্রাসী ব্যাটিংয়ের ফলে বরিশাল ১১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায়।

রাজশাহীর পক্ষে তাসকিন আহমেদ ৩টি উইকেট নেন, তবে মাহমুদউল্লাহ ও ফাহিমের মারমুখী ব্যাটিংয়ের সামনে তাদের বোলিং তেমন প্রভাব ফেলতে পারেনি।

সবার দেশ/এ্রফএস