Advertisement

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:১২, ৩১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০২:১৩, ৩১ ডিসেম্বর ২০২৪

জয় দিয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

জয় দিয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের
ছবি: সংগৃহীত

বিপিএলে রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়ে বিজয়ী হয়েছে। সোমবার মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স ৬ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। পরে রান তাড়া করতে নেমে ঢাকা ক্যাপিটালস ৯ উইকেট হারিয়ে ১৫১ রানের বেশি করতে পারেনি।

টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় ঢাকা। শুরুতে রংপুরের দুই ওপেনার দ্রুত ফিরে যান। দলীয় ২০ রানে দুই বিদেশি ব্যাটার সাজঘরে ফিরে যান। এরপর পাকিস্তানি ব্যাটার ইফতেখার আহমেদ এবং সাইফ উদ্দিন একটি দৃঢ় জুটি গড়ে তুলেন। ৩৩ বলে ৪০ রান করে সাইফ এবং ৩৮ বলে ৪৯ রান করে ইফতেখার ফিরে যান। এরপর খুশদিল শাহ এবং অধিনায়ক সোহান দলের রান বাড়াতে থাকেন। সোহান ১১ বলে ২৫ রান করে ফিরে গেলে খুশদিল ২৩ বলে ৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এর ফলে রংপুর ৬ উইকেটে ১৯১ রানে থামে।

আরও পড়ুন>> মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে বরিশালের জয় 

রান তাড়া করতে নেমে ঢাকা ক্যাপিটালসের উদ্বোধনী জুটি ভালো শুরু করলেও, মাহেদী হাসানের স্পেল ম্যাচের দৃশ্যপট পাল্টে দেয়। ঢাকা ৬৫ রান সংগ্রহ করে, কিন্তু এরপর মাহেদী ২১ বলে ৩০ রান করা তানজিদ হাসান, হাবিবুর রহমান সোহান এবং লিটন দাসকে ফেরান। পরবর্তী ওভারে তিনি ফারমানউল্লাহকে বোল্ড করে চার উইকেট তুলে নেন। মাহেদীর দুর্দান্ত বোলিংয়ে ঢাকা আর ম্যাচে ফিরে আসতে পারেনি এবং শেষ পর্যন্ত ১৫১ রানে থামে।

সবার দেশ/এওয়াই