Header Advertisement

Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৯, ৩১ ডিসেম্বর ২০২৪

মেলবোর্ন টেস্টে দর্শক উপস্থিতির রেকর্ড 

মেলবোর্ন টেস্টে দর্শক উপস্থিতির রেকর্ড 
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়ের দিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) নতুন একটি দর্শক উপস্থিতির রেকর্ড তৈরি হয়েছে। স্টেডিয়ামের তথ্য অনুযায়ী, ম্যাচের শেষ দিনে এমসিজিতে মোট ৭৪,৩৬২ জন দর্শক উপস্থিত ছিলেন। ফলে পুরো পাঁচ দিনের ম্যাচের জন্য দর্শক উপস্থিতির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৬ শত ৯১ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এর আগে, ১৯৩৭ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচে সাড়ে ৩ লাখ দর্শক উপস্থিত হয়েছিল, যা ছিল সর্বোচ্চ দর্শক সংখ্যা। সে ম্যাচও মেলবোর্নে হয়েছিল। 

এছাড়া, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এমসিজিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি দেখতে ৯০ হাজার ২ শত ৯৩ জন দর্শক উপস্থিত হয়েছিলেন, যা এখনও পর্যন্ত এই মাঠে সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড। এ বিশ্বকাপেই একই মাঠে ভারত বনাম জিম্বাবুয়ের ম্যাচ দেখেছিল ৮২ হাজার ৫০৭ জন দর্শক। 

সবার দেশ/এফএ