Header Advertisement

Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯, ৩১ ডিসেম্বর ২০২৪

বিশ্বরেকর্ডে বিপিএল, এক বলে ১৫ রান

বিশ্বরেকর্ডে বিপিএল, এক বলে ১৫ রান
ছবি: সবার দেশ

খুলনা টাইগার্সের দেয়া ২০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে চিটাগাং কিংসের জন্য দারুণ শুরু প্রয়োজন ছিল, এবং সে শুরু এনে দিয়েছেন খুলনার বোলার ওশান থমাস। একের পর এক নো আর ওয়াইডে দেন ১৫ রান। 

ইনিংসের প্রথম বলেই চিটাগাংয়ের ওপেনার নাইম ইসলাম আউট হলেও, বেঁচে যান। আর সে বল থেকেই এতে টি-টোয়েন্টি ক্রিকেটে এক বলে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্বরেকর্ড গড়ল বিপিএল।

আগে, এক বলে ১৩ রান নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে তিনি এ কীর্তি অর্জন করেছিলেন, যেখানে ৭ রান তিনি পেয়েছিলেন নো-বল থেকে এবং ১টি ছক্কা ছিল। 

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়: