Advertisement

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:১২, ১ জানুয়ারি ২০২৫

বিপিএল ১১ তম আসর

রংপুরের টানা দ্বিতীয় জয় 

রংপুরের টানা দ্বিতীয় জয় 
ছবি: সবার দেশ

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) একাদশ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিলো রংপুর রাইডার্স। সিলেট স্ট্রাইকার্সকে ৩৪ রানিয়ে হারিয়েছে সদ্য গ্লোবাল সুপার লীগ জেতা ফ্র্যাঞ্চাইজি দল।

বিপিএলের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৯১ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। সে ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে দারুণ এক জয় তুলে নেয় মিকি আর্থারের শিষ্যরা। 

তবে আজ দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি দলটি। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে রংপুর। সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে ২০ ওভার খেলে ৬ উইকেটে ১৫৫ রান তোলে ফ্র্যাঞ্চাইজি দলটি। 

দলীয় ২৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় রংপুর। ব্যক্তিগত ১২ ও ৬ রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার স্টিভেন টেইলর ও অ্যালেক্স হেলস। তিনে নেমে ব্যক্তিগত ৪ রানে আউট হন সাইফ হাসান। এরপর ক্রিজে এসে দলের হাল ধরেন পাকিস্তানি ক্রিকেটার ইফতেখার আহমেদ। খুশদিল শাহ ও অধিনায়ক নুরুল ইসলাম সোহানের সঙ্গে জুটি চাপ সামলে দেন ইফতেখার। 

ব্যক্তিগত ২১ রানে খুশদিল আউট হলে দলের বেগতিক সময়ের সামনে এগিয়ে আসেন সোহানও। ২৪ বলে ৪টি চার ও ২টি ছয়ের মারে ব্যক্তিগত ৪১ রান করে আউট হন কাপ্তান। শেষ পর্যন্ত ৪২ বল খেলে ব্যক্তিগত ৪৭ রানে অপরাজিত থাকেন ইফতেখার। সিলেটের হয়ে সর্বোচ্চ দুইটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও আল-আমিন হোসেন। 

রান তাড়ায় নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট। ইনিংসের দ্বিতীয় ওভারে কামরুল ইসলাম রাব্বির বলে দলীয় ৪ রানে আউট হন জর্জ মাঞ্জি। তিনে নামা জাকির হাসান আউট হন ব্যক্তিগত ১৮ রানে। দলীয় ৪৩ রানে পল স্টার্লিং আউট হলে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিলেট। তবে আরেক প্রান্ত আগলে রেখে ব্যাট করে যান ওপেনার রনি তালুকদার। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলে আউট হন ডানহাতি এ ব্যাটার। 

দলীয় ৯১ থেকে ৯৯ রানের মধ্যে পড়ে ৩ উইকেট। খুশদিল শাহ্র বলে ডাক মেরে আউট হন অধিনায়ক আরিফুল হক। এরপর আসা-যাওয়ার খেলায় রানে খাতা আর বেশি বড় করতে পারেনি সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রানে থামে সিলেটের ইনিংস। রংপুরের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন নাহিদ রানা। দুইটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন ও খুশদিল শাহ।

সবার দেশ/এফএস

সম্পর্কিত বিষয়: