Advertisement

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩০, ৭ জানুয়ারি ২০২৫

বড় জয়ে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ

বড় জয়ে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ
ছবি: সংগৃহীত

স্প্যানিশ কোপা দেল রেতে গুরুত্বপূর্ণ ম্যাচে ডেপোর্তিভা মিনেরার বিপক্ষে বড় জয় পেয়েছে স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ৫-০ গোলের বড় জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে লস বাঙ্কোরা। সোমবার (৬ জানুয়ারি) রাতে মিনেরার ঘরের মাঠ কার্টাগোনোগায় রিয়ালের হয়ে জোড়া গোল করেন আর্দা গুলার।

ম্যাচ শুরুর ৫ মিনিটেই রিয়ালের হয়ে গোল করেন উরুগুয়ের ফেডেরিকো ভালভার্দে। ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এডুয়ার্ডো কামাভিঙ্গা। দুর্দান্ত হেডে বল জালে জড়ান ফরাসি ডিফেন্সিভ মিডফিল্ডার।

ম্যাচের ২৮ মিনিটে নিজের প্রথম গোল করেন গুলার। তুর্কি অ্যাটাকিং মিডফিল্ডারের গোলে ৩-০ তে এগিয়ে যায় রিয়াল। গুলার নিজের দ্বিতীর গোল করেন ৮৮ মিনিটে; যা ম্যাচে রিয়ালের শেষ গোল। তার আগে ৫৫ মিনিটে সফরকারীদের হয়ে আরও একটি গোল করেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ।

সবার দেশ/এফএস

সম্পর্কিত বিষয়: