লিভারপুল কিনবেন ইলন মাস্ক!
টেসলা এবং স্পেস এক্সের সিইও ইলন মাস্ক বর্তমানে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। তার ব্যবসায়িক সাফল্য নিয়ে অনেক আলোচনা রয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছে, তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কেনার আগ্রহ প্রকাশ করেছেন। এ দাবি করেছেন ইলন মাস্কের বাবা, ইরল মাস্ক। তবে, ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী, লিভারপুলের মালিকদের ইলনের আগ্রহে কোনো সাড়া নেই।
ইলনের পিতা ইরল মাস্ক টাইমস রেডিওতে জানিয়েছেন যে, তার ছেলে লিভারপুল কিনতে পারলে খুশি হবেন। তবে তার এ মন্তব্যের মানে এ নয় যে, ইলন লিভারপুল কিনছেন। তিনি আরও বলেন, যদি কিনতে পারেন, তবে অবশ্যই খুশি হবেন। তবে আমি এ নিয়ে কিছু বলব না, কারণ তখন দাম বেড়ে যাবে।
লিভারপুল কেন? এর ব্যাখ্যাও দিয়েছেন ইরল মাস্ক। তিনি জানিয়ে দেন যে, ইলনের ঠাকুমা লিভারপুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তাদের সেখানে আত্মীয়ও রয়েছেন, যা তাদের লিভারপুলের প্রতি বিশেষ সম্পর্ক সৃষ্টি করেছে।
তবে, এ মুহূর্তে লিভারপুলের মালিকানায় ইলন মাস্কের কোনো দৃশ্যমান পদক্ষেপ বা আগ্রহ নেই, এমনটাই মনে হচ্ছে।
সবার দেশ/কেএম