Advertisement

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৩:২০, ১০ জানুয়ারি ২০২৫

সবার আগে ৮ হাজারি তামিম

সবার আগে ৮ হাজারি তামিম
ছবি: সবার দেশ

তামিম ইকবালের একটি অসাধারণ কীর্তি অর্জন করেছেন, যা তাকে বাংলাদেশের প্রথম এবং বিশ্বের ৩৪তম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক ছুঁতে সাহায্য করেছে। 

প্রায় ১৭ বছরের ক্যারিয়ারে তিনি ২৭১ ইনিংসে এই মাইলফলক অর্জন করেছেন। তার এ কীর্তি আরও বিশেষ কারণ, তামিম হলেন বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান যিনি এ সংখ্যা পার করেছেন। তিনি বিশ্বের এমন সাতজন ব্যাটসম্যানের মধ্যে একজন, যারা সবচেয়ে দ্রুত ৮ হাজার রান করেছেন। সবচেয়ে কম ইনিংসে, মাত্র ২১৩ ইনিংসে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এ রেকর্ডটি গড়েছিলেন।

রংপুর রাইডার্সের বিপক্ষে খেলা ম্যাচে তামিম তার ক্যারিয়ারের ৮ হাজার রান পূর্ণ করেন। প্রথমে একটু ধীরগতিতে ব্যাটিং করার পর, তিনি তাড়াতাড়ি বড় শট খেলে কাঙ্খিত মাইলফলক ছুঁয়ে ফেলেন। তবে ইনিংসটি বড় করতে পারেননি এবং ৩৪ বলে ৪০ রান করে আউট হন। ৮ হাজার রান পূর্ণ করার পথে তিনি ৫২টি ফিফটি এবং ৪টি সেঞ্চুরি করেছেন, যার মধ্যে ২০১৯ সালের বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা তার ১৪১ রানের ইনিংস অন্যতম সেরা।

তামিমের টি-টোয়েন্টি ক্যারিয়ারে সবচেয়ে বেশি রান এসেছে বাংলাদেশ জাতীয় দলের হয়ে (১৭০১ রান), এবং বিপিএলে তার রান সংখ্যা সবচেয়ে বেশি (৩৫৮৩ রান)। বাংলাদেশ ক্রিকেটের পরিসংখ্যান অনুযায়ী, তামিমের পরে সাকিব আল হাসান (৭৪৩৮ রান) এবং মাহমুদউল্লাহ (৬০৯০ রান) আছেন। তবে, বিশ্বজুড়ে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন ক্রিস গেইল, যার রান সংখ্যা ১৪,৫৬২।

তামিম ইকবালের ৮ হাজার রানের মাইলফলক তার দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক পারফরম্যান্সের প্রমাণ এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা।

সবার দেশ/কেএম