Advertisement

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৮, ১০ জানুয়ারি ২০২৫

টানা জয়ে শীর্ষস্থান মোহামেডানের 

টানা জয়ে শীর্ষস্থান মোহামেডানের 
ছবি: সংগৃহীত

ফেডারেশন কাপ থেকে বিদায় নিয়েছে মোহামেডান। তবে লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে সাদা-কালো শিবির। নিজেদের সপ্তম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-১ গোলে হারিয়েছে আলফাজ আহমেদের শিষ্যরা। এ জয়ে সাত ম্যাচে সম্পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে মোহামেডান। দ্বিতীয় স্থানে থাকা রহমতগঞ্জের পয়েন্ট ১৬।

শুক্রবার (১০ জানুয়ারি) প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে লিড পায় মোহামেডান। কাউন্টার অ্যাটাক থেকে বাড়ানো লম্বা পাসে মোহামেডানের রাজু অফসাইড ফাঁদ ভেঙে গোলরক্ষককে পরাস্ত করেন জোরালো শটে। 

প্রথমার্ধেই রহমতগঞ্জ ম্যাচে সমতা আনার সুযোগ পেয়েছিল। বক্সের মধ্যে রহমতগঞ্জের ফুটবলারকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে পেনাল্টি দৃঢ়তার সঙ্গে ঠেকিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক হোসেন সুজন।

এরপর ম্যাচের ৬৪ মিনিটে অধিনায়ক সুলেমান দিয়াবাতের গোল লিড দ্বিগুণ করেন মোহামেডান। এরপর আরেক বিদেশি নাইজেরিয়ান সানডে গোল করলে ম্যাচ পুরো নিয়ন্ত্রণে নিয়ে নেয় সাদা-কালো শিবির। ম্যাচের শেষদিকে রহমতগঞ্জের ঘানাইয়ান ফুটবলার স্যামুয়েল বোয়েটাং একটি গোল পরিশোধ করে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: