Advertisement

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৫, ২০ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৩:২৬, ২০ জানুয়ারি ২০২৫

‘সাকিব ভুয়া’ স্লোগানে উত্তাল গ্যালারি

‘সাকিব ভুয়া’ স্লোগানে উত্তাল গ্যালারি
ছবি: সংগৃহীত

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশে নেই। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। গেল বছরের ৫ আগস্ট দেশে যে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে, তারপর সঙ্গত কারণেই দেশে ফেরেননি তিনি। মিরপুরে টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা প্রকাশ করেও নিরাপত্তাহীনতায় আসতে পারেননি। 

চলমান বিপিএলের দলও পেয়েছিলেন তিনি। কিন্তু একই কারণে খেলতে আসতে পারেননি সাকিব। সব মিলিয়ে গেল পাঁচ মাসে দেশের মাটিতে পা পড়েনি দেশের এ ক্রিকেটীয় পোস্টার বয়ের। 

তবুও বারবার বিভিন্ন ইস্যুতে নাম আসছে তার। নানাভাবে সমর্থক ও সমালোচকদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে তার নাম। সাকিব চলমান বিপিএলে না খেলায় তার অনেক সমর্থক হতাশ, আবার অনেকে খুশি সাকিব খেলছে না। এর মধ্যেই গতকাল সাগরিকার গ্যালারি উত্তাল হয়ে ওঠে 'সাকিব ভুয়া' স্লোগানে।

চিটাগংয়ে এক দিনের বিরতির পর গতকাল ফের মাঠে ফিরেছে বিপিএল। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল স্বাগতিক চিটাগং কিংস ও ঘরের ছেলে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। সে ম্যাচে হাজির হয়েছিলেন গ্যালারি-ভর্তি দর্শক। দুই দলেরই সমর্থক ছিল সেখানে। 

প্রথম ইনিংসে একের পর এক উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের চাপের মুখে রেখেছিলেন বরিশালের বোলাররা। তাতে স্বাভাবিকভাবেই গ্যালারিতে থাকা সমর্থকরাও বেশ আনন্দিত ছিলেন, বিভিন্ন স্লোগানের মাধ্যমে দলকে উজ্জীবিত করছিলেন তারা। 

কিন্তু হঠাৎ যেন তাদের স্লোগান বদলে গেল। এক দল বলে 'সাকিব', আরেক দল বলে 'ভুয়া'। খানিকক্ষণ পর পর গ্যালারির দর্শকরা এমন স্লোগান দিয়ে যাচ্ছিলেন। শুধু বরিশালের না, সময়ের সঙ্গে এ স্লোগানে গলা মেলাতে দেখা যায় চিটাগংয়ের সমর্থকদেরও। এবারের বিপিএলের প্লেয়ার ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে টেনেছিল চিটাগং কিংস। সবকিছু স্বাভাবিক থাকলে এ দলের হয়েই মাঠ মাতাতেন তিনি। 

কিন্তু আওয়ামী লীগের পতনের পরে সে দলের একজন সংসদ সদস্য হিসেবে সাকিবও হয়েছেন ক্ষোভের অংশ। রাজনীতি বাদে খেলার মাঠেও গেল কয়েক মাস ধরে সাকিবের সময় ভালো যাচ্ছে না। নিজ দেশে না ফিরতে পারার পাশাপাশি, আন্তর্জাতিক ক্রিকেটে পেয়েছেন বোলিং নিষেধাজ্ঞা। তাতে আসন্ন চ্যাম্পিয়নস ট্রাফির দলে হারিয়েছেন জায়গা। আর দেশে তো তার নামে হত্যা মামলা হয়েছে। এছাড়া গতকাল আরেকটি মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ফলে রাজনীতি ও ক্রিকেটের মাঠে সাকিব এখন ঐ 'ভুয়া' ধ্বনির মতোই প্রকম্পিত হচ্ছেন।

সবার দেশ/এমকেজে