Header Advertisement

Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৪, ২০ জানুয়ারি ২০২৫

ফের বিনা রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ

ফের বিনা রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ
ছবি: সংগৃহীত

আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। ফলে ২০২৯ সাল পর্যন্ত ৭৭ বছর বয়সী এ ব্যবসায়ী রিয়ালের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে ক্লাবের নির্বাচনী বোর্ড। পেরেজ ২০০৯ সাল থেকে শুরু করে এ নিয়ে পঞ্চমবার ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির প্রধান নির্বাচিত হলেন।

পেরেজ আগের চারবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। যেখানে গতকাল রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদ-লা পালমাস ম্যাচের পর ক্লাবের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, নির্বাচনে একজনই প্রার্থী থাকায় রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে পেরেজের নাম ঘোষণা করা হয়েছে।

রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পেরেজ হলেন এবারসহ ষষ্ঠবার। প্রথমবার ২০০০ সালে দায়িত্ব নিয়ে ২০০৬ সালে পদত্যাগ করেছিলেন। ২০০৯ সাল থেকে টানা দায়িত্ব চালিয়ে যাওয়া পেরেজ গত ৭ জানুয়ারি ক্লাবের ইলেকটোরাল বোর্ডকে নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে অনুরোধ জানান।

১০ দিন পর একমাত্র প্রার্থী হিসেবে পেরেজের প্রার্থিতা অনুমোদন করা হয়। রিয়াল মাদ্রিদের বাইলজ অনুসারে, বিকল্প প্রার্থী না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

পেরেজের দুই দফার পাঁচ মেয়াদে রিয়াল মাদ্রিদের ফুটবল ও বাস্কেটবল দল মোট ৬৫টি ট্রফি জিতেছে। এর মধ্যে আছে ৭টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ৩টি ইউরো লিগ চ্যাম্পিয়নশিপ।

এদিকে প্রেসিডেন্ট হিসেবে পেরেজই শতবর্ষের পুরোনো এ ক্লাবের সবচেয়ে সফল প্রধান। যদিও সময়ের দিক থেকে তার চেয়েও বেশি সময় প্রেসিডেন্ট ছিলেন সান্তিয়াগো বার্নাব্যু। ১৯৪৩ থেকে ১৯৭৮ সালের ২ জুন মৃত্যু পর্যন্ত টানা ৩৪ বছর ২৬৪ দিন রিয়ালের প্রেসিডেন্ট ছিলেন বার্নব্যু। দ্বিতীয় সর্বোচ্চ সময় কাটানো পেরেজ এরই মধ্যে ২০ বছর পেরিয়েছেন।

সবার দেশ/কেএম