বন্ধ হচ্ছে কেয়া কসমেটিকস
বাজারে চলমান চ্যালেঞ্জের কারণ দেখিয়ে আগামী মে মাস থেকে স্থায়ীভাবে কারখানা বন্ধ করার ঘোষণা দিয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ ঘোষণা দেয়।
এ সিদ্ধান্তের পেছনে প্রাথমিক কারণ হিসেবে কোম্পানিটি বাজারের অস্থিতিশীলতা, ব্যাংকের অ্যাকাউন্টে অসঙ্গতি, কাঁচামালের সংকট ও উৎপাদন কার্যক্রম কমে যাওয়াকে উল্লেখ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৫ সালের ১ মে থেকে কারখানাটির সব কার্যক্রম বন্ধ করে দেয়ার কথা রয়েছে। এরপর ২৫ মে থেকে কোম্পানির ডাইং ও ইউটিলিটি বিভাগও স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।
এটি কেয়া কসমেটিকসের ব্যবসায়ে একটি উল্লেখযোগ্য পরিবর্তন। বহু বছর ধরে দেশের প্রসাধন ও রূপচর্চা শিল্পে অন্যতম পণ্য সরবরাহকারী হিসেবে ব্যবসা করে আসছে কোম্পানিটি। তবে বন্ধ ঘোষণার পর এখনও ভবিষ্যতের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
বাজারের পরিস্থিতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং এ খাতের ব্যবসায়ীদের আর্থিক চাপের মধ্যে এমন সিদ্ধান্ত নেয়া হলো।
কেয়া কসমেটিকসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে। তবে চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এ পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে তারা।
সবার দেশে/কেএম