Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৭, ১৮ এপ্রিল ২০২৫

শনিবার থেকে কার্যকর

গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা চলাচল

গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা চলাচল
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় সড়কে বিশৃঙ্খলা কমাতে আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) থেকে সব ধরনের ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ উদ্যোগ বাস্তবায়নে ডিএনসিসি, গুলশান সোসাইটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে কাজ করবে।

গত ৭-৮ মাস ধরে গুলশানে নিবন্ধিত প্যাডেলচালিত রিকশার পাশাপাশি ব্যাটারিচালিত রিকশা এবং বাইরের রিকশার চলাচল বেড়ে যাওয়ায় এলাকার সড়কগুলোতে তীব্র যানজট ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলশানের ৯টি প্রবেশপথে কঠোর নজরদারি আরোপ করা হবে। গুলশান সোসাইটি এ কার্যক্রমে সহায়তার জন্য অতিরিক্ত ২০ জন গার্ড নিয়োগ করেছে, যারা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

শুক্রবার রাতে ডিএনসিসি’র মুখপাত্র মকবুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল থেকে গুলশানে ব্যাটারিচালিত রিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ করা হবে। এলাকাবাসীর সহযোগিতায় এ কার্যক্রম নিয়মিত করবে ডিএনসিসি। শুধু গুলশান নয়, ভবিষ্যতে ঢাকার অন্যান্য এলাকাতেও এই উদ্যোগ প্রসারিত হবে।

এর আগে ডিএনসিসি’র প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছিলেন, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে কার্যকর ট্র্যাপার (বিশেষ ফাঁদ) বসানোর পাশাপাশি অভিযান চালানো হবে। তিনি বলেন, প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধে ডিএমপি ইতোমধ্যে ট্র্যাপার স্থাপন শুরু করেছে। কিছু চালক আইন অমান্য করে ট্র্যাপার উপেক্ষা করার চেষ্টা করছে। আমরা এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছি।

গুলশানের বাসিন্দারা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একজন বাসিন্দা বলেন, ব্যাটারিচালিত রিকশার কারণে গুলশানের রাস্তায় চলাচল করা কঠিন হয়ে পড়েছিলো। এ পদক্ষেপ সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনবে। তবে রিকশাচালকদের একাংশ এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, এটি তাদের জীবিকার উপর প্রভাব ফেলবে।

ডিএনসিসি জানিয়েছে, এ নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত তদারকি এবং অভিযান অব্যাহত থাকবে। এছাড়া, ব্যাটারিচালিত রিকশার বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা চালু করার পরিকল্পনাও রয়েছে।

সবার দেশ/কেএম