নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগ-আ’লীগের ১০ জন গ্রেফতার

রাজধানী ঢাকায় পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ জঙ্গি সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান ২০ এপ্রিল এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন:
- মো. সাব্বির আহমদ নির্ঝর (২৮), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক
- কামরুল আহসান নিশাদ (২৮), মহানগর উত্তর ছাত্রলীগের পরিবেশবিষয়ক উপ-সম্পাদক
- ইব্রাহিম খলিল ওরফে কালু (২৫), শাহবাগ থানার ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক
- শাকিল হোসেন ওরফে জীবন (৩০), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক
- ওহিদ এম আর রহমান (৫০), মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি
- শামীম শাহরিয়ার (৫৮), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি
- মো. ইলিয়াস কাঞ্চন (৬৪), ডেমরা থানার পাইটি ইউনিট আওয়ামী লীগের সভাপতি
- মোহাম্মদ হোসেন মাছুম (৫৮), ৩৩ নম্বর বংশাল ইউনিট যুবলীগের সভাপতি
- মো. হাবিবুল হাসান রতন (৩৪), ঢাকা মহানগর উত্তর ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক
- রবিন দেওয়ান (২৯), উত্তর বাড্ডা এলাকার ছাত্রলীগ কর্মী
অভিযানের বিবরণ:
১৯ এপ্রিল: মিরপুর-১০ থেকে সাব্বির আহমদ নির্ঝর এবং উত্তর বাড্ডা থেকে রবিন দেওয়ান গ্রেফতার। ফুলবাড়িয়ার আনন্দবাজার থেকে ইব্রাহিম খলিল ওরফে কালু এবং উত্তরা দিয়াবাড়ী থেকে কামরুল আহসান নিশাদ গ্রেফতার। মতিঝিল থেকে শাকিল হোসেন ওরফে জীবন, মোহাম্মদপুর থেকে ওহিদ এম আর রহমান, মগবাজার থেকে শামীম শাহরিয়ার এবং যাত্রাবাড়ী থেকে মো. ইলিয়াস কাঞ্চন গ্রেফতার।
২০ এপ্রিল: বংশাল থেকে মোহাম্মদ হোসেন মাছুম এবং মগবাজার থেকে মো. হাবিবুল হাসান রতন গ্রেফতার।
অভিযোগ:
গ্রেফতারকৃতরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত ছিলেন। তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে বলে অভিযোগ রয়েছে।
আইনি ব্যবস্থা:
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। সূত্র: ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ
সবার দেশ/কেএম