নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪

সিলেটে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলের নামে স্লোগান দিয়ে ফের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগ। ঘটনার পরপরই ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ মার্চ) সকালে নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় ছাত্রলীগের নিষিদ্ধ নেতাকর্মীরা মিছিল বের করে এবং লিফলেট বিতরণ করে। প্রত্যক্ষদর্শীদের মতে, ১৫-২০ জনের একটি দল ছাত্রলীগের ব্যানারে এ মিছিল করে, যেখানে শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি সংযুক্ত ছিলো। মিছিলে তারা নাদেলের নামে স্লোগানও দেয়।
মিছিলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এটি ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। এমনকি ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা সোশ্যাল মিডিয়ায় মিছিলের বিষয়টি জানতে পেরেছি। দ্রুত তদন্ত শুরু হয়েছে এবং ইতোমধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের যেকোনও কার্যকলাপ দমন করতে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে।
সবার দেশ/কেএম