স্বজনদের দাবি গায়ে আঘাতের চিহ্ন
চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফারজান হোসেন সজীব (৩৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কারা কর্তৃপক্ষ জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে স্বজনরা দাবি করেছেন, সজীবের মৃত্যু স্বাভাবিক নয় এবং তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
মৃত সজীব চট্টগ্রাম নগরীর বকশিরহাট এলাকার রামজয় মহাজন লেইনের বাসিন্দা মো. রফিকের ছেলে। গত ২৭ মার্চ ডাকাতির প্রস্তুতির একটি মামলায় নগরীর কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আদালতের নির্দেশে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কারা কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, শুক্রবার সকালে সজীব বুকে ব্যথা অনুভব করার কথা জানান। এরপর তাকে দ্রুত চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, সজীব কারাগারের যমুনা ভবনের সাত নম্বর ওয়ার্ডে ছিলেন। চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।
যদিও স্বজনরা সজীবের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলছেন, সজীবের শরীরে আঘাতের চিহ্ন ছিলো, যা তার মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুলেছে। এ বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় কারাগারের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং কয়েদিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বজনদের অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সবার দেশ/কেএম