Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১, ৮ এপ্রিল ২০২৫

আপডেট: ০১:০৩, ৮ এপ্রিল ২০২৫

হত্যাচেষ্টার মামলায় উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযান

বিতর্কিত তুরিন আফরোজ গ্রেফতার

বিতর্কিত তুরিন আফরোজ গ্রেফতার
ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপসারিত প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।

তিনি জানান, ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে ওই মামলাটি দায়ের করা হয়। অভিযুক্ত হিসেবে মামলায় তার নাম থাকায় আইনানুগ প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের আগে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আমরা ব্যারিস্টার তুরিন আফরোজের বাসভবন ঘিরে রেখেছি। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, বিতর্কিত এ ব্যারিস্টার এক সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে নানা বিতর্ক এবং অভিযোগের ভিত্তিতে তাকে ওই পদ থেকে অপসারণ করা হয়।

তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, এবং প্রয়োজনে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে।

সবার দেশ/কেএম