দেশের অবস্থা কী হবে, ভবিষ্যৎই বলে দেবে
কারাগারেই ভালো আছি: শাজাহান খান

আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার হওয়া সাবেক নৌপরিবহনমন্ত্রী এবং শ্রমিক নেতা শাজাহান খান বলেছেন, বাইরের চেয়ে কারাগারের ভেতরই ভালো আছি। দেশের অবস্থা কী হবে, ভবিষ্যৎই বলে দেবে।
বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মামলায় রিমান্ড শুনানির জন্য হাজির করা হয় সাবেক মন্ত্রীসহ একাধিক রাজনৈতিক নেতাকে। শুনানির সময় কাঠগড়ার সামনে দাঁড়িয়ে ছিলেন শাজাহান খান। আদালতে তার অবস্থান ছিলো শান্ত, আত্মবিশ্বাসী এবং স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল।
শুনানি শেষে যাত্রাবাড়ী থানার তিনটি মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত। পরে তাকে হাতকড়া পরিয়ে, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেটসহ কড়া নিরাপত্তায় হাজতখানায় পাঠানো হয়।
আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা তাকে নববর্ষ প্রসঙ্গে প্রশ্ন করলে শাজাহান খান হেসে বলেন,
আমাদের কথা আর কত শুনবে? তোমরাই কিছু বলো। নববর্ষ যে হইছে, এটাই তো...
এরপর কিছু না বলে তিনি গাড়িতে ওঠেন। তার মুখের হাসিতে ছিল পরিহাস আর বাস্তবতার স্নিগ্ধ ছায়া।
উল্লেখ্য, গত বছরের ৫ সেপ্টেম্বর রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে গ্রেফতার হন শাজাহান খান। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে শ্রম রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
আজ তিনি রাজপথ ছেড়ে হাজতখানার পথে। তবে তার কণ্ঠে নেই হতাশা, বরং সময়ের উপর ভরসা রেখে বলছেন—ভবিষ্যৎই বলে দেবে।
সবার দেশ/এমকেজে