মডেল তিন্নি হত্যা মামলায় অভি খালাস
বিজ্ঞাপনের মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যার ঘটনায় প্রায় দুই যুগ আগের মামলায় চার্জশিটভুক্ত একমাত্র আসামি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকার ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. শাহীনুর আক্তার এ রায় ঘোষণা করেন।
২০০২ সালের ১০ নভেম্বর রাতে কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর ১ নম্বর চীন মৈত্রী সেতুর ১১ নম্বর পিলারের কাছে মডেল তিন্নির মরদেহ পাওয়া যায়। পরদিন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা হয়, যা পরে সিআইডি তদন্ত করে। দীর্ঘ তদন্ত শেষে, গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়, তবে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
তিন্নি হত্যার মামলায় ৪১ জন সাক্ষী ও ২২টি আলামত জমা করা হয়। দীর্ঘ তদন্তের পর, ২০১০ সালের ১৪ জুলাই ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত অভিযোগ গঠন করেন। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর আদালত রায় ঘোষণার জন্য ২০২১ সালের ১৫ নভেম্বর দিন নির্ধারণ করেছিলেন, কিন্তু সাক্ষ্য গ্রহণের পর তা আবারও স্থগিত করা হয়।
এতসব প্রক্রিয়ার পর, আদালত আজ গোলাম ফারুক অভিকে খালাস দেন।
সবার দেশ/কেএম