সমালোচনার জবাবে মাহি
‘ভেতরে আরও দুটি জামা পরেছিলাম’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি একটি মোটরসাইকেল কোম্পানির ইভেন্টে খোলামেলা পোশাকে নাচের কারণে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
বডি ফিটিং পোশাকে তার নাচের কিছু ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনায় প্রথমবারের মতো মুখ খুলেছেন মাহি।
সমালোচনার জবাবে মাহি দায় চাপিয়েছেন ভিডিও প্রকাশকারীর ওপর। তিনি বলেন, তাকে ইচ্ছাকৃতভাবে হেয় করার উদ্দেশ্যে নাচের নির্দিষ্ট অংশ জুম করে প্রকাশ করা হয়েছে। মাহি বলেন, আমি এক ঘণ্টার মতো পারফর্ম করেছি। নাচের মধ্যে অনেক মুদ্রা ছিলো, কিন্তু কেউ শুধু কিছু অংশ বাছাই করে ছড়িয়ে দিয়েছে। এটা দেখতে খুবই বাজে লাগে। এমনটা করা একদম উচিত নয়।
আরও পড়্রন <<>> জনতা নিজে নিজে উত্তেজিত হয় না: শাওন
পোশাক নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, অনেকে মনে করেছেন, আমি নাচের কস্টিউমের ভেতরে কিছুই পরিনি। কিন্তু সেটা সত্য নয়। আমি ভেতরে আরও দুটি জামা পরেছিলাম। কস্টিউম বডি ফিটিং হওয়ায় হয়তো এমন মনে হয়েছে।
কিছুটা আক্ষেপের সুরে মাহি আরও বলেন, আমাদের নিজস্ব কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট নেই। তাই সবকিছু মনের মতো করা সম্ভব হয় না। এ কস্টিউমটাও পেয়েছিলাম পারফরম্যান্সের মাত্র একদিন আগে, তাই পরিবর্তনের সময় ছিলো না।
এ ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মাহির পাশে দাঁড়ালেও অনেকে তার পোশাক ও পারফরম্যান্সের সমালোচনা করেছেন। তবে মাহি জানিয়েছেন, তিনি এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন।
সবার দেশ/এমকেজে