Advertisement

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩২, ২১ জানুয়ারি ২০২৫

আপডেট: ০১:৪২, ২১ জানুয়ারি ২০২৫

আন্দোলনে গুলি চালানো অস্ত্রধারী দু’জন গ্রেফতার

আন্দোলনে গুলি চালানো অস্ত্রধারী দু’জন গ্রেফতার
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রধারী দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা পুলিশ অভিযান পরিচালনা করে বেপারীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃতরা হলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন  ছাত্রলীগ নেতা ঋভু মজুমদার (২৭)। তিনি সাধুরপাড়া দুলন মিস্ত্রী বাড়ির মৃত বামেন্দ্র মজুমদারের ছেলে। অপরজন হলেন যুবলীগ নেতা জামাল (৪০)।

পুলিশ জানায়, মামলার আসামী একাধিক স্থিরচিত্র ও ভিডিও ফুটেজে দেখা যায় আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলি করে হত্যায় সক্রিয় ভূমিকা পালন করে।

সবার দেশ/কেএম