পাকিস্তানের আকাশসীমা বন্ধ, মিলিয়ন ডলার ক্ষতি ভারতের

কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির নোটিশ অনুযায়ী, ভারতীয় বেসামরিক ও সামরিক বিমান এবং ভারতীয় সংস্থাগুলোর ভাড়া করা বিমানের জন্য এ নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়, এ নিষেধাজ্ঞার ফলে ভারতীয় বিমানগুলোকে প্রায় দুই ঘণ্টা বেশি পথ ঘুরে চলতে হবে, যার ফলে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার অতিরিক্ত খরচ হবে। প্রতিদিন ১০০টির বেশি ভারতীয় বিমান, যার মধ্যে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, আকাসা এয়ারসহ অন্যান্য সংস্থার বিমান রয়েছে, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে। এর আগে স্বল্প সময়ের জন্য আকাশসীমা বন্ধ থাকায় ভারতীয় বিমান সংস্থাগুলো ৮০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছিলো। এটি যাত্রীদের ভ্রমণ ব্যয়ও বাড়িয়ে দেয়।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ভারতীয় বিমান সংস্থাগুলো আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করে বেশি জ্বালানি খরচ ও দীর্ঘ ভ্রমণ সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। নয়াদিল্লি বিমানবন্দর, বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি, এটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লি থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে প্রায় এক ঘণ্টা বেশি সময় লাগবে, যার ফলে জ্বালানি খরচ বাড়বে এবং পণ্য পরিবহন কমবে।
ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্যমতে, ইন্ডিগোর একটি ফ্লাইট নয়াদিল্লি থেকে বাকু যেতে ৫ ঘণ্টা ৪৩ মিনিট সময় নিয়েছে। এটিকে গুজরাট ও আরব সাগর হয়ে ইরানের ওপর দিয়ে ঘুরে আজারবাইজানে পৌঁছাতে হয়েছে।
এ সংকট ভারতীয় বিমান শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে, যা অর্থনৈতিক ক্ষতি এবং যাত্রীদের অসুবিধার কারণ হতে পারে।
সবার দেশ/কেএম