Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৪:০২, ৩০ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টার অভিনন্দন

জুলাই কন্যারা পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ‘সাহসিকতা পুরস্কার’

জুলাই কন্যারা পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ‘সাহসিকতা পুরস্কার’
ফাইল ছবি

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জুলাই গণ-অভ্যুত্থানের নারী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের সম্মানজনক ‘মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ অর্জন করতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। এ পুরস্কারটি আন্তর্জাতিক নারী সাহসিকা (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ-আইডব্লিউওসি) পুরস্কারের অংশ হিসেবে প্রদান করা হয়।

পুরস্কার ঘোষণা ও আনুষ্ঠানিকতা

শুক্রবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ বছরের বিজয়ী হিসেবে ‘উইমেন স্টুডেন্ট প্রোটেস্ট লিডারস অব বাংলাদেশ’ মনোনীত হওয়ার কথা জানানো হয়। আগামী ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এ পুরস্কার প্রদান করবেন।

জুলাই গণ-অভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের ভূমিকা

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দমন-নিপীড়নের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনে নারী শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে তারা সাহসিকতার পরিচয় দেন এবং পুরুষ সহযোদ্ধাদের পাশে থেকে আন্দোলন চালিয়ে যান। আন্দোলন চলাকালে তারা গ্রেফতার এড়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং সংগঠিতভাবে আন্দোলন পরিচালনা করেন। এমনকি ইন্টারনেট বন্ধ থাকলেও তারা বিকল্প উপায়ে যোগাযোগ বজায় রেখে বিক্ষোভ চালিয়ে যান।

মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতি

মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশে গত বছরের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে সাহসী একদল নারী নেতৃত্ব দিয়েছেন। তারা দমন-পীড়ন ও সহিংসতার শিকার হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও বিক্ষোভ চালিয়ে গেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুরুষ বিক্ষোভকারীদের মধ্যে অবস্থান নিয়ে তারা এক অনন্য সাহসিকতার উদাহরণ সৃষ্টি করেছেন। এ নারীদের নিঃস্বার্থ নেতৃত্ব ও দৃঢ় মনোবল গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে বিশ্বব্যাপী অনুপ্রেরণার উৎস।

আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রতিক্রিয়া

জুলাই আন্দোলনের এ স্বীকৃতি দেশের গণতান্ত্রিক আন্দোলন ও নারী নেতৃত্বকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন, শিক্ষাবিদ ও আন্দোলনের সহযোদ্ধারা এ পুরস্কারকে বাংলাদেশের সাহসী তরুণীদের জন্য গৌরবের প্রতীক হিসেবে দেখছেন।

নারী শিক্ষার্থীদের এ আন্তর্জাতিক স্বীকৃতি শুধু তাদের সংগ্রামের প্রতি সম্মান প্রদর্শনই নয়, বরং এটি ভবিষ্যতে নারী নেতৃত্ব ও গণতান্ত্রিক আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এ অর্জন বাংলাদেশের সাহসী নারীদের এগিয়ে যাওয়ার পথকে আরও সুদৃঢ় করবে।

প্রধান উপদেষ্টার অভিনন্দন

মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেটস ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ (আইডব্লিউওসি) অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় জুলাই আন্দোলনের সাহসী নারীদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩০ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় একথা জানানো হয়।

অভিনন্দন বার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, ২০২৫ সালে মর্যাদাপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেটস ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ (আইডব্লিউওসি) অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের সময় আপনারা যে অসাধারণ সাহসিকতা, নেতৃত্ব এবং অবিচল প্রতিশ্রুতি দেখিয়েছিলেন এ স্বীকৃতি তারই একটি শক্তিশালী প্রমাণ।

সবার দেশ/কেএম