জামায়াত আমিরের দাবি
গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মানবে না জাতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, গণহত্যার বিচার ও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ব্যতীত দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে তা জাতি মেনে নেবে না।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর মিরপুরে দলটির গণসংযোগ পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান জোর দিয়ে বলেন, গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হতে পারে না। জনগণ এর আগে কোনো নির্বাচন গ্রহণ করবে না।
এ কর্মসূচির মাধ্যমে জামায়াতে ইসলামী জনগণের মধ্যে তাদের অবস্থান তুলে ধরার পাশাপাশি গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবিকে জোরদার করেছে।
সবার দেশ/কেএম