Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪১, ১৬ জানুয়ারি ২০২৫

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
ফাইল ছবি

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) নতুন করে আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে। বুধবার (১৫ জানুয়ারি) বিএফআইইউ এসব সাংবাদিকদের ব্যাংক হিসাবের তথ্যসহ তাদের ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবের তথ্যও সংগ্রহ করার নির্দেশনা দিয়েছে। 

তলব করা সাংবাদিকদের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন:

- এপির ব্যুরো চিফ জুলহাস আলম,
- ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন,
- বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার,
- ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আলী আসিফ শাওন,
- ফ্রিল্যান্সার সাংবাদিক নাদিম কাদির,
- ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রাজীব ঘোষ,
- ডেইলি পিপলস লাইফের সম্পাদক মো. আজিজুল হক ভুঁইয়া,
- বাসসের স্পোর্টস ইনচার্জ স্বপন বসু,
- ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার তাহমিদা সাদেক জেসি,
- চ্যানেল আই’র সিনিয়র রিপোর্টার নিলাদ্রি শেখর কুন্ডু,
- বাংলা টিভির নজরুল কবীর,
- গাজী টিভির বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান,
- গ্রিন টিভির সাজু রহমান,
- বাংলাভিশনের আমিনুর রশীদ (সাবেক)।

এ ‍সকল সাংবাদিকদের ব্যাংক হিসাব, তাদের সংশ্লিষ্ট তথ্য এবং দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি (কাস্টমার ডিউ ডিলিজেন্স) এবং লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেয়ার তারিখ থেকে সাত কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: