Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৫, ৭ এপ্রিল ২০২৫

আপডেট: ০১:০৬, ৭ এপ্রিল ২০২৫

ডয়চে ভেলে-কে দেয়া সাক্ষাৎকারে চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট এ মাসেই 

শুধু শেখ হাসিনাই নন, তার নেতৃত্বাধীন সরকারে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এবং সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের-এর নামও চার্জশিটে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে।

শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট এ মাসেই 
ফাইল ছবি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে চার্জশিট চলতি এপ্রিল মাসেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসিবিলিটির ভিত্তিতে দায় আরোপ করে একটি পৃথক তদন্ত রিপোর্ট প্রস্তুত করা হয়েছে, যা খুব শিগগিরই ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।

তিনটি মামলার তদন্ত চূড়ান্ত, একটি সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে

তাজুল ইসলাম জানান, এখন পর্যন্ত তিনটি গুরুত্বপূর্ণ গণহত্যার মামলার তদন্ত চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো আশুলিয়ায় ছাত্র আন্দোলনের সময় থানার সামনে ছয়জনকে ভ্যানে আগুনে পুড়িয়ে হত্যা, দ্বিতীয়টি চানখাঁরপুল হত্যাকাণ্ড, এবং তৃতীয়টি হলো দেশজুড়ে সংঘটিত গণহত্যায় শেখ হাসিনার দায়ের বিষয়টি কেন্দ্র করে আলাদা চার্জশিট।

তিনি বলেন, সব মামলায় শেখ হাসিনাকে আসামি করা হবে না। তবে নির্দিষ্ট মামলায় তার বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ আমরা পেয়েছি। সেসব প্রমাণ তার প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা প্রমাণ করে।

চার্জশিটে আরও উচ্চপদস্থ ব্যক্তির নাম আসতে পারে

শুধু শেখ হাসিনাই নন, তার নেতৃত্বাধীন সরকারে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এবং সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের-এর নামও চার্জশিটে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে।

তাজুল ইসলাম বলেন, এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, তবে শেখ হাসিনার অধীনে যারা কমান্ড পরিচালনা করতেন, তাদের বিরুদ্ধেও অভিযোগ আনার মতো প্রমাণ আমাদের হাতে রয়েছে।

চার্জশিট দাখিলের সম্ভাব্য সময়সীমা

চিফ প্রসিকিউটর জানান, প্রাথমিক তদন্ত রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে। যাচাই-বাছাই চলছে। এক থেকে দুই সপ্তাহের মধ্যে অর্থাৎ চলতি মাসেই (এপ্রিল) চার্জশিট দাখিল সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।

কেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

২০২৪ সালের জুলাইয়ে শেখ হাসিনার সরকার পতনের পর সারা দেশে সহিংসতা, বিক্ষোভ, এবং নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের ঘটনায় প্রায় ১,৫০০ মামলা হয়। এর মধ্যে ৬০০ মামলা সরাসরি হত্যাকাণ্ডের অভিযোগে এবং ৩২৪টি মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়। শুধু ঢাকাতেই ২৯৭টি মামলা, বাকি ২৭টি দেশের বিভিন্ন জেলায়।

অভিযোগগুলো মূলত ছাত্র আন্দোলন, বিরোধীদলের বিক্ষোভ, এবং সংবাদমাধ্যমকর্মীদের ওপর দমনপীড়নের মাধ্যমে গণহত্যা সংঘটিত করার অভিযোগে আনা হয়েছে।

সুপিরিয়র রেসপনসিবিলিটি কী?

‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ বলতে বোঝানো হয়, একজন শীর্ষ কর্মকর্তা বা সরকারপ্রধান তার অধীনস্থদের অপরাধ সম্পর্কে জানতেন বা জানার কথা ছিলো, তবুও ব্যবস্থা নেননি অথবা নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি একটি স্বীকৃত ধারার ধরণ। এ ধারার অধীনেই শেখ হাসিনাকে অভিযুক্ত করার কথা জানাচ্ছে প্রসিকিউশন।

রাজনৈতিক প্রতিক্রিয়া এখনও নিরুত্তর

আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি। তবে দলের কয়েকজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিহিংসার বহিঃপ্রকাশ। যদিও প্রসিকিউশন দাবি করছে, তাদের কাছে ‘অকাট্য’ এবং ‘আন্তর্জাতিক মানদণ্ডে’ গ্রহণযোগ্য প্রমাণ রয়েছে।

সবার দেশ/কেএম