প্রধান উপদেষ্টার কাতার সফরসঙ্গী চার নারী ক্রিড়াবিদ

আগামী সোমবার চারদিনের রাষ্ট্রীয় সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সফরে তার সঙ্গী হচ্ছেন বাংলাদেশের চার জাতীয় নারী ক্রীড়াবিদ—ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা।
এটিই প্রথম কোনো সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরে নারী ক্রীড়াবিদদের দলের অন্তর্ভুক্তি। কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে এ সফরে অংশ নিচ্ছেন তারা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এ চার ক্রীড়াবিদ। সফরে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তারা বলেন, এ সুযোগ পেয়ে আমরা এবং আমাদের টিমমেটরা ভীষণ আনন্দিত।
নারী ফুটবলাররা জানান, তারা কাতার নারী ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানাতে চান এবং তাদের ক্রীড়া সুবিধা ও পেশাদারী দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে আগ্রহী। অন্যদিকে, ক্রিকেটাররা বলেন, কাতারে ক্রিকেটের জনপ্রিয়তা কম হলেও তারা সেখানে খেলাটির প্রতি আগ্রহ জাগানোর চেষ্টা করবেন। তারা বাংলাদেশের নারী ও পুরুষ ক্রিকেট দলের গল্প তুলে ধরতে একটি প্রেজেন্টেশন নিয়ে যাচ্ছেন।
বৈঠকে চার ক্রীড়াবিদ তাদের জীবনসংগ্রামের গল্প প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন এবং এ সুযোগ দেয়ায় তাকে ধন্যবাদ জানান। প্রফেসর ইউনূস তাদের উৎসাহ দিয়ে বলেন, তোমরা এদেশের স্পোর্টস অ্যাম্বাসেডর। তোমাদের জীবনের সত্যিকারের গল্প তুলে ধরবে। এ সফরে তোমাদের সঙ্গে নিতে পেরে আমিও আনন্দিত। তিনি সফরটি সফল করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এ সফর বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এবং দেশের ক্রীড়াঙ্গনের প্রতিনিধিত্বের একটি বড় সুযোগ।
সবার দেশ/এমকেজে