ডিসি নিয়োগে তিন কোটি টাকার ভুয়া চেক ইস্যুকারী সোবেদ আলী গ্রেফতার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিতর্কিত করার উদ্দেশ্যে তিন কোটি টাকার ভুয়া চেক ইস্যু করার অভিযোগে ব্যবসায়ী মির্জা সোবেদ আলীকে গ্রেফতার করা হয়েছে। ২০ এপ্রিল ২০২৫, রোববার, জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, ২৪ সেপ্টেম্বর ২০২৪-এ দৈনিক কালবেলায় প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, মির্জা সোবেদ আলী জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে তিন কোটি টাকার চেক দিয়েছিলেন, যাতে দুর্নীতি দমন কমিশনের (এসিসি) পরিচালক মো. আবদুল আউয়ালকে নওগাঁর ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ওই চেকটি কর্মকর্তার অফিস থেকে উদ্ধার করা হয়, তবে নিয়োগ না হওয়ায় চেকটি নগদায়ন করা হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান ৩০ সেপ্টেম্বর ২০২৪-এ এক সংবাদ সম্মেলনে এ দাবিকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দেন এবং প্রতিবেদনটিকে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন। তিনি গণমাধ্যমকে তথ্য যাচাই না করে এ ধরনের প্রতিবেদন প্রকাশ না করার আহ্বান জানান। মন্ত্রণালয় এ মিথ্যা অভিযোগের জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানায় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে অযাচাইকৃত প্রতিবেদন প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন করে।
সবার দেশ/কেএম