Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৭, ২৫ এপ্রিল ২০২৫

প্রবাসীদের অবদানে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: ড. ইউনূস

প্রবাসীদের অবদানে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: ড. ইউনূস
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার কারণে দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের পথে এগিয়েছে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের দোহায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এভাবে শক্ত হয়ে দাঁড়াতে পারতাম না। আপনারা আমাদের অর্থনীতির মূল শক্তি। কখনও নিজেদের দেশ থেকে বিচ্ছিন্ন ভাববেন না।

প্রবাসীদের বিমানবন্দরে সেবা সহজ করার বিষয়ে তিনি বলেন, প্রবাসীদের ভিআইপি মর্যাদায় সেবা দেয়া হবে। দেশে আসা-যাওয়া যেন শান্তিপূর্ণ ও আনন্দময় হয়, সে ব্যবস্থা করা হচ্ছে। তিনি পাসপোর্টসহ সব ধরনের সেবা অনলাইনে নিয়ে যাওয়ার কথাও জানান এবং প্রবাসীদের পরামর্শ প্রদানের আহ্বান জানান।

ব্যবসায়ীদের বিমানে পণ্য পরিবহনের কার্গো ভাড়া কমানোর দাবির জবাবে ড. ইউনূস বলেন, কার্গো ভাড়া কমানো এবং বিমান পরিবহন দ্রুত করতে সর্বোচ্চ অগ্রাধিকারে পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি আরও জানান, ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে পণ্য পরিবহন সহজ করতে কাজ চলছে। এখন থেকে যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনকেও বিশেষ গুরুত্ব দেয়া হবে, বলেন তিনি।

সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রেস সচিব শফিকুল আলম এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অর্থনীতি তীব্র চ্যালেঞ্জের মুখে পড়েছিলো। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এ সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিভিন্ন সংস্কার কার্যক্রম চালাচ্ছে, যেখানে প্রবাসীদের অবদানকে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।

সবার দেশ/কেএম