Header Advertisement

Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৪, ১০ মার্চ ২০২৫

আপডেট: ১২:৩৫, ১০ মার্চ ২০২৫

বিচার হওয়া দরকার সাত দিনের মধ্যে

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড চাই: নিলয় আলমগীর

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড চাই: নিলয় আলমগীর
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ভয়াবহভাবে বেড়েছে ধর্ষণ। বিভিন্ন বয়সী নারীরা আক্রান্ত হচ্ছেন। বাদ পড়ছে না ছোট শিশুরাও। মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসামিদের বিচারের দাবিতে উপযুক্ত শাস্তি চেয়ে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা।

এ অবস্থায় নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই। শোবিজ অঙ্গনের অভিনয়শিল্পীরাও কথা বলছেন বিষয়টি নিয়ে। এবার ধর্ষকদের মৃত্যুদণ্ড চাইলেন অভিনেতা নিলয় আলমগীর। 

রোববার (৯ মার্চ) নিজের ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে নিলয় আলমগীর লিখেছেন, ধর্ষণের বিচার হওয়া দরকার সাত দিনের মধ্যে। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড চাই।

নিলয়ের এ দাবির সঙ্গে অনুরাগীরা একাত্মতা পোষণ করেছেন। একজন লিখেছেন, একদম ঠিক কথা বলেছ নিলয় ভাই। আমরা তোমার সাথে একমত।

আরেকজনের ভাষ্য, মনের কথাটাই বলেছেন। অপর একজন লিখেছেন, বিবেকহীন এ সমাজে প্রকৃত মানুষের বড্ড অভাব। এ ছাড়া অধিকাংশ মানুষই নিলয়ের কথার সঙ্গে সহমত পোষণ করেছেন।

কয়েক দিন আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে আট বছরের একটি শিশু। শিশুটির অবস্থা এখন সংকটাপন্ন।

আর এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে সারাদেশ। ধর্ষকদের শাস্তি দ্রুততম সময়ে করার দাবি জানাচ্ছেন অধিকাংশ মানুষ। এ প্রসঙ্গে গতকাল (৯ মার্চ) আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে। আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সবার দেশ/এনএন