Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫২, ২১ এপ্রিল ২০২৫

জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ ও কমিশন বাণিজ্যের অভিযোগ 

এনসিপি’র যুগ্ম সদস্যসচিব তানভীরকে অব্যাহতি

এনসিপি’র যুগ্ম সদস্যসচিব তানভীরকে অব্যাহতি
ফাইল ছবি

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্য এবং জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপের অভিযোগে এনসিপি’র যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) এনসিপি’র যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অভিযোগের পেছনে কী?

বলা হয়েছে, ১১ মার্চ ২০২৫ তারিখে দৈনিক ইনকিলাবে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনেই উঠে আসে সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অনৈতিক প্রভাব খাটানো এবং এনসিটিবি’র পাঠ্যবই ছাপার কাগজে কমিশন আদায়ের অভিযোগ। প্রতিবেদনের পরই বিষয়টি কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে আসে।

কারণ দর্শানোর নোটিশ

এ বিষয়ে ৭ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে তাকে। কেন তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, উক্ত অভিযোগ বিষয়ে যথাযথ ব্যাখ্যা প্রদান না করলে শৃঙ্খলাভঙ্গের দায়ে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হতে পারে।

পূর্ব সতর্কতাও মানেননি তিনি

দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, পূর্বে মৌখিকভাবে সতর্ক করা সত্ত্বেও সালাউদ্দিন তানভীর শৃঙ্খলা লঙ্ঘন করেছেন। তাই শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত তাকে দলের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো।

নির্দেশটি দিয়েছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।

সবার দেশ/কেএম