Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৮, ২৯ মার্চ ২০২৫

আপডেট: ০২:০৯, ২৯ মার্চ ২০২৫

বাংলাদেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ: হাসনাত আবদুল্লাহ

যাদের কাছে সঠিক নেতৃত্বের মূল্যবোধ নেই, তারা সাধারণ মানুষের জন্য কোনো কার্যকরী পরিবর্তন আনতে পারেন না। তবে, তিনি বলেন, সমাজের এ অসঙ্গতিগুলির জন্য দোষ ওইসব মানুষদের নয়, বরং আমাদের যারা সচেতন হয়ে এসব নেতাদের প্রতিহত না করেন।

বাংলাদেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ: হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি দেশের রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করেছেন। তিনি বলেন, আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ, কারণ তারা যে কাজ করতে বলেন, নিজেদের ক্ষেত্রে তা মানেন না।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ বক্তব্য রাখছিলেন। 

তিনি আরও উল্লেখ করেন, যারা সার্ভিস প্রোডিউস করেন, তারা কখনো সার্ভিসের কনজ্যুমার না, অর্থাৎ যারা সেবা প্রদান করেন, তারা কখনও সে সেবা নেন না এবং সমাজে কোনো পরিবর্তন আনতে সক্ষম হন না।

হাসনাত তার বক্তব্যে আরও বলেন, দেবিদ্বারের নেতৃত্বে তারাই আসছে যারা কখনও দেবিদ্বারে থাকেননি, যারা দেবিদ্বারের অলিগলি চেনেন না, দেবিদ্বারে বাজার করেননি, তাদের টার্গেট শুধু স্কুল কমিটির সভাপতি হওয়া। তিনি এসব নেতৃত্বের অভাব এবং প্রাসঙ্গিকতাহীন নেতৃত্বের সমালোচনা করে জানান, এ ধরনের নেতৃত্ব কখনও সমাজের প্রকৃত সমস্যাগুলি বোঝে না, তারা কখনোই দেবিদ্বারের বাস্তব পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত নয়।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সমাজে কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে সালিশ-দরবার করা, কিছু মানুষ পুলিশের চারপাশে ঘোরাফেরা করে, আর কিছু লোক তাদের লক্ষ্য করে স্কুল কমিটির সভাপতি হওয়া। তিনি অভিমত ব্যক্ত করেন যে, এ ধরনের নেতারা, যাদের কাছে সঠিক নেতৃত্বের মূল্যবোধ নেই, তারা সাধারণ মানুষের জন্য কোনো কার্যকরী পরিবর্তন আনতে পারেন না। তবে, তিনি বলেন, সমাজের এ অসঙ্গতিগুলির জন্য দোষ ওইসব মানুষদের নয়, বরং আমাদের যারা সচেতন হয়ে এসব নেতাদের প্রতিহত না করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম আরাফাত, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।

হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যের মাধ্যমে সমাজে এবং নেতৃত্বে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, শুধুমাত্র প্রকৃত, সচেতন এবং দায়িত্ববান নেতৃত্বর মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব।

সবার দেশ/কেএম