Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০০, ২ এপ্রিল ২০২৫

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো ভিডিও

পার্কে ঘুরলেন খালেদা জিয়া

পার্কে ঘুরলেন খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর পরিবার-পরিজনের সঙ্গে স্বাচ্ছন্দ্যে সময় কাটালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থানরত খালেদা জিয়া ঈদের আনন্দ ভাগাভাগি করতে যুক্তরাজ্যে থাকা তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের সঙ্গে একটি পার্কে সময় কাটান।

মঙ্গলবার (২ এপ্রিল) যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেলে লন্ডনের একটি পার্কে ঘুরতে যান খালেদা জিয়া। এ সময় তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, খালেদা জিয়া হুইলচেয়ারে বসে পার্কের পায়ে হাঁটার রাস্তায় ঘুরছেন। তার একান্ত সহকারী সচিব মো. মাসুদুর রহমান তাকে ধীরে ধীরে ঘোরাচ্ছেন, আর তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা পাশে হাঁটছেন। এছাড়া তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনও তাদের সঙ্গে ছিলেন।

গত কয়েক বছর ধরে অসুস্থতার কারণে খালেদা জিয়া সাধারণ জনজীবন থেকে অনেকটাই দূরে ছিলেন। রাজনীতি থেকে দূরে থাকা, কারাবাস এবং চিকিৎসার জন্য বিদেশে থাকা—এসব কারণে তিনি দীর্ঘদিন পরিবারের সদস্যদের সঙ্গে এমন স্বাভাবিক সময় কাটানোর সুযোগ পাননি।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, পারিবারিক এ মুহূর্তটি খালেদা জিয়ার জন্য বিশেষ আনন্দের ছিলো। তিনি বেশ স্বস্তিতেই সময় কাটান এবং পরিবারের সঙ্গ উপভোগ করেন।

খালেদা জিয়ার পার্কে ঘুরার ভিডিও প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। বিএনপি নেতাকর্মীরা একে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বিশেষ করে লিভার, কিডনি ও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে তিনি চিকিৎসাধীন। যুক্তরাজ্যের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিলো, উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়া হয়েছে। তবে তার দেশে ফেরা বা রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় হওয়ার বিষয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন, তবে সাম্প্রতিক বছরগুলোতে অসুস্থতার কারণে তার কার্যক্রম অনেকটাই সীমিত।

এদিকে, ২০২৪ সালের জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির রাজনৈতিক কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। এ পরিস্থিতিতে খালেদা জিয়ার সুস্থতা ও তার পরিবারের সঙ্গে সময় কাটানোর বিষয়টি দলীয় নেতাকর্মীদের জন্য একটি ইতিবাচক বার্তা হতে পারে।

বেগম খালেদা জিয়ার এ পারিবারিক সময় কাটানোকে বিএনপির নেতাকর্মীরা আশাবাদের সঙ্গে দেখছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

সবার দেশ/কেএম