Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ১৫ এপ্রিল ২০২৫

সংস্কার কার্যক্রমের দ্রুত বাস্তবায়ন চাই: নাহিদ ইসলাম

সংস্কার কার্যক্রমের দ্রুত বাস্তবায়ন চাই: নাহিদ ইসলাম
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে দ্রুত বিচার ও কাঠামোগত সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য তারা সরকারের কাছে একটি সুস্পষ্ট রোডম্যাপ চান। সোমবার (১৪ এপ্রিল)  রাজধানীর ইস্কাটন রোডে এনসিপি আয়োজিত পহেলা বৈশাখ উৎসবের অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে রূপ নিক। এনসিপি বিচার, কাঠামোগত সংস্কার এবং গণপরিষদ নির্বাচনকে রাজনৈতিক এজেন্ডার কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করেছে। তিনি সরকারের কাছে এসব কার্যক্রমের জন্য একটি পরিকল্পিত রোডম্যাপ প্রকাশের আহ্বান জানান, যাতে গণপরিষদ ও আইনসভার দিকে অগ্রসর হওয়া সম্ভব হয়।

জুলাই বিপ্লবের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এটি কেবল কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, বরং রাষ্ট্রের আমূল কাঠামোগত পরিবর্তন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের আন্দোলন। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে পুরোপুরি ধারণ করছে না।

এবারের পহেলা বৈশাখ উদযাপনকে তিনি ‘হাসিনামুক্ত ও ফ্যাসিস্টমুক্ত’ হিসেবে অভিহিত করে বলেন, আশা করি, ভবিষ্যতে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে আরও ব্যাপকভাবে পালিত হবে। 

অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ দলের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নাহিদ ইসলামের এ বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতিশীলতা সৃষ্টি করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তরুণ প্রজন্মের এ নেতা সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, যা সামনের দিনগুলোতে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে।

সবার দেশ/এমকেজে