আন্দোলনকে কলঙ্কিত করতে মরিয়া ছাত্রদল: উমামা ফাতেমা

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা।
২০ এপ্রিল রাত ১০টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যের সারাংশ:
- হত্যাকাণ্ডের নিন্দা ও তদন্তের দাবি: উমামা ফাতেমা পারভেজের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, ছাত্রদল এ ঘটনাকে রাজনৈতিক অপপ্রচারে ব্যবহার করছে। তারা হত্যার প্রকৃত কারণ ও অপরাধীদের আড়াল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দায়ী করছে।
- সিসিটিভি ফুটেজের ব্যাখ্যা: প্রথম ফুটেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ ছিলো না। দ্বিতীয় ফুটেজে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংগঠনের সদস্য হৃদয় মিয়াজি ও সোহান উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে ছাত্রদলের তাওহীদ, মিয়া জাহিদসহ অনেকে ছিলেন।
- অভিযোগের প্রতিবাদ: ছাত্রদলের অপপ্রচারকে ‘অনৈতিক’ ও ‘নিন্দনীয়’ আখ্যা দিয়ে উমামা বলেন, অপরাধ প্রমাণের আগে সংগঠনের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে। তিনি ঘটনাস্থলে উপস্থিত সবাইকে তদন্তের আওতায় আনার দাবি জানান।
ছাত্রদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে হত্যাকাণ্ডের জন্য দায়ী করে অভিযুক্ত করছে, যা সংগঠনটি উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। উমামা ফাতেমা এ অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানান।
সবার দেশ/কেএম