আইনি নোটিশ নিয়ে কড়া জবাব
আমি পিছপা হবো না: তাসনিম জারা

সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ডা. তাসনিম জারাসহ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আইনি নোটিশ দেয়া হয়েছে। এ নোটিশের জবাবে শুক্রবার (২৫ এপ্রিল) রাতে ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন ডা. তাসনিম জারা। তিনি এ অভিযোগকে ‘ভিত্তিহীন ও অযৌক্তিক’ উল্লেখ করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি বলেন, যখন আপনি পরিষ্কার হাত ও খোলা মন নিয়ে জনজীবনে প্রবেশ করেন, তখন আপনি মনে করেন যে সংগ্রাম হবে চিন্তা নিয়ে, নীতি নিয়ে, স্বপ্ন নিয়ে। কিন্তু তারা আপনার চিন্তার সঙ্গে সঙ্গে বিতর্ক করার আগেই আপনার নাম কলুষিত করার চেষ্টা করে।
বিবৃতিতে তিনি লিখেছেন, গত কয়েকদিন ধরে তার ছবিসহ একটি আইনি নোটিশ গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, যেখানে তাকে ‘পর্নোগ্রাফিক সংস্কৃতি’ প্রচারের জন্য অভিযুক্ত করা হয়েছে। তিনি বলেন, এতো ভিত্তিহীন কিছুর প্রতিবাদের প্রয়োজন নেই। তবে চুপ থাকলে মানুষ ভুল বুঝতে পারে। তিনি এ অভিযোগকে তার নাম কলুষিত করার ‘পুরোনো কৌশল’ হিসেবে উল্লেখ করে বলেন, আমি বিভ্রান্ত হবো না, যে লজ্জা আমার নয়, তা বহন করবো না।
ডা. তাসনিম জারা জানান, তিনি বহু বছর ধরে জনস্বাস্থ্য সেবায় কাজ করেছেন এবং তার নাম ব্যবহার করে ভুয়া পেজ ও ভেজাল ওষুধের বিরুদ্ধে জনসাধারণকে সতর্ক করেছেন। তিনি বলেন, যারা এখন বাস্তবতাকে বিকৃত করার চেষ্টা করছে, তারা ভুলে গেছে যে মানুষ মনে রেখেছে কারা তাদের পাশে দাঁড়িয়েছিলো। তিনি তার কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যারা আশা করছেন এ ঘটনা আমার গতি মন্থর করবে, তাদের বলছি—আমি পিছপা হবো না, লুকাবো না, ফাঁদে পা দেবো না।
প্রসঙ্গত, ফেসবুক, ইউটিউব, টিকটকসহ অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল ও পর্নোগ্রাফিক কনটেন্ট বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এ নোটিশ পাঠান, যেখানে ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরসহ অন্যদের বিরু অশ্লীলতা ছড়ানোর অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।
সবার দেশ/কেএম