মোদি প্রশাসনের কঠোর সিদ্ধান্ত, ভিসা বাতিল, পানি চুক্তি স্থগিত
পাকিস্তানিদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাকিস্তানি নাগরিকদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, বাতিল করা হয়েছে তাদের ভিসা। ভারতে অবস্থানরত পাকিস্তানিদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি বাতিল এবং ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত ছিলেন।
হামলার ঘটনাটি ঘটে মঙ্গলবার পেহেলগামের বৈসারন এলাকায়। অতর্কিত এ হামলায় ২৬ জন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)’ নামে একটি সংগঠন হামলার দায় স্বীকার করেছে, যার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি জানান, পেহেলগাম হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারত পাকিস্তানের বিরুদ্ধে এ সিদ্ধান্তগুলো নিয়েছে। সিন্ধু পানি চুক্তি বাতিল করা হয়েছে। ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করা হবে, এবং পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের ১ মে’র মধ্যে ফিরতে হবে। তিনি আরও বলেন, দুই দেশের হাইকমিশন থেকে সামরিক পরামর্শদাতাদের সরিয়ে নেয়া হবে।
১৯৬০ সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি দুই দেশের মধ্যে পানি বণ্টনের একটি গুরুত্বপূর্ণ কাঠামো ছিলো। এ চুক্তি বাতিলকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে কঠোর পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ সিদ্ধান্তগুলো ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সবার দেশ/কেএম