Advertisement

সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০১:০৯, ২৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ০১:১০, ২৩ জানুয়ারি ২০২৫

এবার রাশেদ চৌধুরীকে লাইভে আনছেন সাংবাদিক ইলিয়াস

এবার রাশেদ চৌধুরীকে লাইভে আনছেন সাংবাদিক ইলিয়াস
ছবি: সংগৃহীত

শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মেজর (অব.) ডালিমকে লাইভে এনে সম্প্রতি হৈ চৈ ফেলে দেন সাংবাদিক ইলিয়াস হোসেন।

এবার তিনি শেখ মুজিব হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম রাশেদ চৌধুরীকে লাইভে আনার ঘোষণা দিয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে ইলিয়াস নিজেই এ তথ্য জানিয়েছেন।

কর্নেল (অব.) রাশেদ চৌধুরীর একটি ছবি যুক্ত করে পোস্টে ইলিয়াস হোসেন লেখেন, ‘৭৫ এর আরেক বীর যোদ্ধার সাথে দেখা হবে ২৪ শে জানুয়ারি বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টায়।’ শো টি সরাসরি তার নিজস্ব ফেসবুক পেইজ থেকেই প্রচারিত হবে বলে জানান তিনি।

সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন বলে জানা গেছে।

এর আগে গত ৫ ডিসেম্বর মেজর (অব.) শরিফুল হক ডালিমকে লাইভে আনেন ইলিয়াস হোসেন। তার এ লাইভটি ব্যাপক তোলপাড় সৃষ্টি করে।

সবার দেশ/কেএম