Header Advertisement

Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত

প্রকাশিত: ০০:৩৫, ১০ মার্চ ২০২৫

নিউজিল্যান্ডের হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ভারতে!

নিউজিল্যান্ডের হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ভারতে!
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ২০১৩ সালের পর আবারো চ্যাম্পিয়ন ট্রফির শিরোপা নিজেদের ঘরে তুললো ভারত।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দুই কিউই ওপেনার ব্যাটার। তবে ব্যক্তিগত ১৫ রানের মাথায় উইল ইয়ংকে ফিরিয়ে দুইজনের গড়া ৫৭ রানের ওপেনিং জুটি ভাঙেন ভারতীয় লেগ স্পিনার বরুণ চক্রবর্তী । সঙ্গীকে হারিয়ে আক্রমণাত্মক খেলতে থাকা অন্য ওপেনার রাচিন রাবীন্দ্র চায়না ম্যান কুলদীপ যাদবের শিকার হয়ে ফিরেন ৩৭ রান করে। ব্যাট হাতে এইদিন উইকেটে থিতু হতে অভিজ্ঞ কেন উইলিয়ামসন ফিরেন ১১ রান করে । টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফর্মে থাকা উইকেটকিপার ব্যাটার টম ল্যাথামও আজ ফিরেন দ্রুত।

দলের এমন অবস্থায় গ্লেন ফিলিপ্সকে সঙ্গী করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ড্যারিল মিচেল। তবে ব্যক্তিগত ৩৪ রানের মাথায় ফিলিপ্সকে ফিরিয়ে  দুইজনের গড়া পঞ্চম উইকেটের ৫৭ রানের জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী । ফিলিপ্সকে সঙ্গ দিলেও ইনিংসে শুরু থেকে মন্থর গতিতে খেলা মিচেল ফিরেন ফিফটির পরপরই, ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন রোহিত শর্মার হাতে। ১০৩ বলে ৬৩ রানের ইনিংসটি এ টপ অর্ডার সাজিয়েছিলো মাত্র ৩টি চারে। মিচেলের বিদায়ে এ ব্যাট হাতে ফিফটির দেখা পায় ব্রেসওয়াল তার ৪০ বলে ৫৩ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫১ রানে থামে কিউইদের ইনিংস। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। মোহাম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা নেন ১টি করে উইকেট।

জবাব দিতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ সূচনা পায় ভারত। তবে ব্যক্তিগত ৩১ রানের মাথায় গ্লেন ফিলিপ্সের দুর্দান্ত ক্যাচ হয়ে শুভমান গিল ফিরলে ভাঙে ভারতের ১০৫ রানের উদ্বোধনী জুটি। গিলের বিদায়ে তিনে ব্যাট করতে নামা ভিরাট কোহলি আজ ফিরেছেন দ্রুত। কিউই স্পিনার ব্রেসওয়ালকে দেখে খেলতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে পড়েন এ টপ অর্ডার । পরে রিভিউ নিয়েও আম্পায়ারের সিদ্ধান্ত বদল করতে পারেনি টুর্নামেন্ট জুড়ে উড়ন্ত ফর্মে থাকা কোহলি। দ্রুত দুই উইকেট হারানো ভারত ওপেনিংয়ে দুর্দান্ত শুরু করা রোহিত শর্মাকে হারিয়ে বসে কোহলির বিদায়ের পরপর। কিউই তরুণ স্পিনার রাবীন্দ্রের বল সামনে এসে স্ট্যাম্পের শিকার হন টম ল্যাথামের । ৮৩ বলে ৭৬ রানের ইনিংসটি এ মারকুটে ব্যাটার সাজিয়েছে ৭ চার আর ৩ ছক্কায়।

রোহিতের বিদায়ে এইদিন চারে ব্যাট করতে নামা শ্রেয়াস আইয়ারকে সঙ্গী করে প্রতিরোধ গড়েন অক্ষর প্যাটেল। দুইজনের গড়া চতুর্থ উইকেটের ৬১ রানের জুটি ভাঙেন কিউই দলপতি স্যান্টনার। ফিফটির আগেই শ্রেয়াসকে সাজঘরে ফিরিয়ে দেন এ অভিজ্ঞ স্পিনার। শ্রেয়াসের বিদায়ে অক্ষরও বিদায় নেন ২৯ রান করে । তবে উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল আর হার্দিক পান্ডিয়া বিপদ না বাড়িয়ে দলকে জয়ের বন্ধরে নিয়ে যান। জেমিশনের বলে হার্দিক ফিরলেও ৩৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রাহুল। নিউজিল্যান্ডের হয়ে ব্রেসওয়াল এবং স্যান্টনার নেন ২টি করে উইকেট । ১টি করে উইকেট নেন রাচিন রাবীন্দ্র এবং কাইল জেমিশন।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ২৫১/৭ (৫০ ওভার)
ড্যারিল মিচেল ৬৩ (১০৩)     ব্রেসওয়াল ৫৩* (৪০)
কুলদীপ ২/৪০                     বরুণ ২/৪৫

ভারত ২৫৪/৬ (৪৯ ওভার)
রোহিত শর্মা ৭৬ (৮৩)              আইয়ার ৪৮ (৫২)
ব্রেসওয়াল ২৮/২                   স্যান্টনার ২/৪৬

ফলাফলঃ    ভারত ৬ উইকেটে জয়ী
ম্যাচ সেরাঃ   রোহিত শর্মা
টুর্নামেন্ট সেরাঃ রাচিন রবীন্দ্র

সবার দেশ/এনএন