Header Advertisement

Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:১০, ১৪ এপ্রিল ২০২৫

বিশ্বকাপের দ্বারপ্রান্তে টাইগ্রেসরা

রিতুর অপরাজিত ফিফটিতে বাংলাদেশের রেকর্ড জয় 

রিতুর অপরাজিত ফিফটিতে বাংলাদেশের রেকর্ড জয় 
ছবি: সংগৃহীত

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

আয়ারল্যান্ডের দেয়া ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দশ ওভারে ৫৯ রানের প্রয়োজন ছিলো। তখন মাত্র ৪ উইকেট হাতে। এমন নাজুক পরিস্থিতিতে যখন অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন, তখন রিতু মণির অপরাজিত ৬৭ রানের দুর্দান্ত ইনিংসে ২ উইকেটের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এ জয়ে নারী বিশ্বকাপের মূল পর্বে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেলো টাইগ্রেসরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২৩৫ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান আসে লরা ডেলানির ব্যাট থেকে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৮.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচের নায়ক রিতু মণি ৬১ বলে অপরাজিত ৬৭ রান করে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড শুরুতেই ধাক্কা খায়। দলীয় ৬ রানে ওপেনার সারা ফোর্বস ৮ বলে ৪ রান করে রান আউট হন। তবে দ্বিতীয় উইকেটে গ্যাবি লুইস (৪৩ বলে ২৪) ও অ্যামি হান্টার (৩৮ বলে ৩৩) ৫০ রানের জুটি গড়ে দলকে সামাল দেন। লুইস ১৪তম ওভারে জান্নাতুল ফেরদৌসের ফিরতি ক্যাচে ফিরলেও হান্টার রান আউটের শিকার হন। এরপর ওরলা পেন্ডারগেস্ট (৪১) ও লরা ডেলানির ৭২ রানের জুটি আয়ারল্যান্ডকে শক্ত অবস্থানে নিয়ে যায়। ডেলানি ৭৫ বলে ৬৩ রান করে রাবেয়া খানের বলে এলবিডব্লিউ হন। শেষ দিকে ছোট ছোট জুটিতে ক্রিস্টিনা (১০), ক্যানিং (৪), কেলি (২৪) ও মাগুইরে (৭*) দলকে ২৩৫ রানে নিয়ে যান।

বাংলাদেশের হয়ে রাবেয়া খান ৩টি, ফাহিমা খাতুন ২টি এবং জান্নাতুল ফেরদৌস ১টি উইকেট নেন।

২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই হোঁচট খায়। ইশমা তানজিম ও শারমিন আক্তার দ্রুত ফিরে যান। অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আক্তার সুপ্তা ৫২ রানের জুটি গড়লেও মাঝের ওভারগুলোতে উইকেট পতন দলকে চাপে ফেলে। ৪০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ৮ উইকেটে ১৮৬। সেখান থেকে রিতু মণি ও নাহিদা আক্তারের অবিশ্বাস্য লড়াই দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়। রিতু ৬১ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংসে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন। নাহিদার সঙ্গে তার অবিশ্বাস্য জুটি বাংলাদেশকে ৪৮.৪ ওভারে ২ উইকেটের জয় এনে দেয়।

এ জয় বাংলাদেশকে বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে রাখার পাশাপাশি ভারতে অনুষ্ঠিতব্য মূল টুর্নামেন্টে যাওয়ার পথে বড় সুবিধা এনে দিয়েছে। আগের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের বিশাল জয়ের পর এ রোমাঞ্চকর জয় টাইগ্রেসদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। রিতু মণির এ ইনিংস তাকে দলের নির্ভরযোগ্য ফিনিশার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বাছাইপর্বে ছয় দলের মধ্যে শীর্ষ দুই দল ভারতে বিশ্বকাপের টিকিট পাবে। বাংলাদেশ এখন পর্যন্ত দুই ম্যাচে দুটি জয় নিয়ে দারুণ অবস্থানে রয়েছে। তাদের পরবর্তী ম্যাচগুলোতে এ ধারা অব্যাহত রাখতে পারলে বিশ্বকাপে জায়গা করে নেয়ার সম্ভাবনা উজ্জ্বল।

রিতু মণির এ নাটকীয় ইনিংস বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে দীর্ঘদিন জ্বলজ্বল করবে। তার অধ্যবসায় ও দৃঢ়তা প্রমাণ করেছে, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে।

সবার দেশ/এমকেজে