Header Advertisement

Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ১৬ এপ্রিল ২০২৫

আমার এলাকায় সুষ্ঠু নির্বাচন হয়েছে

আবারও নির্বাচন করলে জিতবো: সাকিব

আবারও নির্বাচন করলে জিতবো: সাকিব
ফাইল ছবি

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ছয় মাসের রাজনৈতিক জীবন নিয়ে সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন। তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, রাজনীতিতে আসার সিদ্ধান্ত তার ভুল ছিলো না এবং সুষ্ঠু নির্বাচন হলে তিনি মাগুরা থেকে আবারও জয়ী হবেন।

গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় বিতর্কিত ছবি ও দর্শকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে সাকিবের রাজনৈতিক পথ জটিল হয়। অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে হত্যা মামলা ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তবুও তিনি বলেন, রাজনীতিতে যোগ দেয়া যদি আমার জন্য ভুল হয়, তবে ভবিষ্যতে অন্য কেউ যোগ দিলেও তা ভুল হবে। এটা প্রত্যেক নাগরিকের অধিকার। আমার উদ্দেশ্য ছিলো মাগুরার মানুষের জন্য কাজ করা।

সাকিব জানান, নির্বাচনের পর তিনি মাত্র তিন দিন মাগুরায় ছিলেন এবং বাকি সময় ক্রিকেট ও বিদেশে কাটিয়েছেন। তিনি বলেন, রাজনীতিতে পুরোপুরি জড়ানোর সময় পাইনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনার পরামর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি আমাকে ক্রিকেটে মন দেয়ার পরামর্শ দিয়েছিলেন। আমি সেটাই মেনে চলেছি।

নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সাকিব বলেন, আমার এলাকায় সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমি বিশ্বাস করি, আবার দাঁড়ালেও আমিই জিতবো। তিনি আরও বলেন, পরিবর্তন আনতে হলে সিস্টেমের ভেতরে আসতে হয়। বাইরে থেকে সিস্টেম বদলানো সম্ভব নয়।

সবার দেশ/এমকেজে